Categories: Tablets

Redmi Pad 2: রেডমির আসন্ন ট্যাবে কী কী ফিচার থাকবে? লিক করল নতুন রিপোর্ট

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে যে, রেডমি (Redmi) বর্তমানে একটি নতুন ট্যাবলেটের ওপর কাজ করছে। যা 23073RPBFG মডেল নম্বর সহ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC)-এর সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গিয়েছিল। যদিও, লিস্টিংটি থেকে ট্যাবলেটের নাম বা স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে এটি Redmi Pad 2 নামে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আর এখন, এক নির্ভরযোগ্য টিপস্টার রেডমির এই আসন্ন ট্যাবে ব্যবহৃত প্রসেসরের নামটি প্রকাশ করেছেন, যা রেডমি প্যাডের অনুরাগীদের হতাশ করতে পারে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi Pad 2-এর প্রসেসর বিভাগে কি খামতি দেখা যাবে ?

টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক দাবি করেছেন যে, রেডমি প্যাড ২ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। তবে এই চিপটি সামগ্রিক পারফরম্যান্সের ক্ষেত্রে এর পূর্বসূরি, রেডমি প্যাড-এ ব্যবহৃত মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর তুলনায় পিছিয়ে রয়েছে। তুলনামূলকভাবে, হেলিও জি৯৯ প্রায় ১৬% উন্নততর জিপিইউ পারফরম্যান্স প্রদান করে এবং এটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কে প্রায় ৩৫% উন্নত পারফরম্যান্সের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০-কে ছাড়িয়ে গেছে।

সে কারণে রেডমি প্যাড ২-এর প্রাইসিং স্ট্র্যাটেজি পূর্ববর্তী মডেল থেকে আপগ্রেড করার যোগ্য কিনা তা নির্ধারণে একটি মূল দিক হবে। কেননা পারফরম্যান্সের এই ডাউনগ্রেডের কারণে কিছু গ্রাহকরা আসন্ন মডেলটি উচ্চ মূল্যে কেনা অমূলক বলে মনে করতে পারেন। তবে রেডমি কোন সেগমেন্টে এই নতুন ট্যাবলেটটিকে অন্তর্ভুক্ত করে এবং কত দামে এটি বাজারে আসে, সেটা দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেডমি প্যাড ২-এ ১,২০০×১,৯২০ পিক্সেল রেজোলিউশন সহ ১০.৯৫ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে বলে জানা গেছে। ডিসপ্লেটি মসৃণ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে, যা ব্যবহারকারীর সামগ্রিক ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে উন্নততর করে তুলবে।

ক্যামেরার ক্ষেত্রে, Redmi Pad 2-এর রিয়ার প্যানেলে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে এবং সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। ট্যাবলেটটি সম্ভবত করে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে, যা একটি ইউজার-ফ্রেন্ডলি এবং ফিচার-সমৃদ্ধ সফ্টওয়্যার এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago