- Home
- »
- ট্যাবলেট »
- স্মার্টফোনের পর এবার নজরে ট্যাব, Redmi-র...
স্মার্টফোনের পর এবার নজরে ট্যাব, Redmi-র নতুন ডিভাইসে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট
রেডমি গত বছর অক্টোবরে লঞ্চ হওয়া তাদের প্রথম ট্যাবলেট, Redmi Pad-এর উত্তরসূরি মডেলটি বাজারে আনার তোড়জোড় শুরু করেছে।...রেডমি গত বছর অক্টোবরে লঞ্চ হওয়া তাদের প্রথম ট্যাবলেট, Redmi Pad-এর উত্তরসূরি মডেলটি বাজারে আনার তোড়জোড় শুরু করেছে। স্বভাবতই এটি Redmi Pad 2 নামে আত্মপ্রকাশ করবে। আসন্ন ডিভাইসটিকে ইতিমধ্যেই আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং গিকবেঞ্চ (Geekbench)-এর প্ল্যাটফর্মে দেখা গেছে। এমনকি বেশ কিছু অনলাইন রিপোর্ট থেকেও Redmi Pad 2 সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আর এখন, ট্যাবলেটটি চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা ইঙ্গিত করে যে এটি খুব শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে।
Redmi Pad 2 পেল 3C-এর অনুমোদন
23073RPBFC মডেল নম্বর সহ রেডমি প্যাড ২ চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি ডিভাইসটির চাইনিজ মডেল নম্বর, কারণ এর গ্লোবাল সংস্করণটি 23073RPBFG মডেল নম্বর বহন করে। ৩সি লিস্টিংটি প্যাড ২-এর সাথে থাকা চার্জারগুলি সম্পর্কেও তথ্য প্রকাশ করেছে। তালিকায় উল্লিখিত MDY-09-EK/ER মডেল নম্বর যুক্ত চার্জারটি ১৮ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, আরও একটি চার্জারের বিষয়ে উল্লেখ করা হয়েছে, যার কোড নম্বর MDY-09-EM এবং ২২.৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
৩সি ডেটাবেসে দুটি চার্জিং স্পিডের চার্জারের উপস্থিতির কারণে, ব্র্যান্ডটি রেডমি প্যাড ২-এর চার্জিং ক্ষমতা বাড়াবে, নাকি তার পূর্বসূরির মতোই ১৮ ওয়াট চার্জিং বজায় রাখবে - তা এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে বেশ কিছু রিপোর্টের মাধ্যমে ইতিমধ্যেই রেডমি প্যাড ২-এর কিছু মূল বৈশিষ্ট্য ফাঁস হয়েছে।
Redmi Pad 2-এর স্পেসিফিকেশন এবং ফিচার (সম্ভাব্য)
সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, Redmi Pad 2 ট্যাবটি 2K রেজোলিউশনের ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে, সম্ভাব্যভাবে এতে একটি আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হবে। ডিসপ্লেটির আকার ১০ থেকে ১১ ইঞ্চির মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। তবে কিছু উৎস দাবি করেছে যে, Redmi Pad 2-এ ১০.৯৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এছাড়াও, ট্যাবলেটটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য, Redmi Pad 2-এর রিয়ার প্যানেলে সম্ভবত একটি ৮ মেগাপিক্সেলের লেন্স অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ট্যাবটির সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Pad 2 বড় ৮,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হতে পারে, যা দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করবে।