Redmi Pad 4G আসছে 7800mAh দানব ব্যাটারির সাথে, পেল 3C থেকে অনুমোদন

Redmi Pad 4G শীঘ্রই বাজারে আসতে পারে। কিছুদিন আগে একে আমেরিকার সার্টিফিকেশন সাইট, ফেডারাল কমিউনিকেশন কমিশন (FCC)-এ দেখা গিয়েছিল। সেখান থেকে ট্যাবটির বেশ কিছু তথ্য সামনে এসেছিল। এখন আবার এক জনপ্রিয় টিপস্টারের দাবি এটি চীনের সার্টিফিকেশন সাইট, চীনা কম্পোলসারি সার্টিফিকেশন (3C) সাইটে উপস্থিত হয়েছে। জানা গেছে, Redmi Pad 4G ট্যাবে থাকবে একটি ১১.২ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন এবং এটি চালিত হবে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা।

3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হল Redmi Pad 4G ট্যাবটি

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন, সম্প্রতি রেডমি প্যাড ৪জি ট্যাবটিকে 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এখান থেকে উঠে এসেছে যে, এই ট্যাবটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং-সহ ৭৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এর আগে FCC লিস্টিং থেকে জানা গিয়েছিল যে, রেডমি প্যাড ৪জি ট্যাবে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ৫.১ ভার্সনের ব্লুটুথ থাকবে।

এছাড়া রেডমির এই ট্যাবে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এতে ১১.২ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন দেখা যাবে। আপাতত রেডমি প্যাড ৪জি ট্যাবটি সম্বন্ধে এই তথ্যগুলি সামনে এসেছে।

অন্য একটি রিপোর্ট অনুসারে, Redmi আরও একটি ট্যাবের উপর কাজ করছে। Redmi Pad 6 নামের এই ট্যাবটিকে সম্প্রতি FCC ডেটাবেসে দেখা গেছে, যেখানে তার মডল নম্বর ছিল 22081283G (G-Global)। এটিতেও ৭৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে, যদিও এর চার্জিং ক্ষমতা সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। এছাড়াও জানা যাচ্ছে Redmi Pad 6 ট্যাবটি এমআইইউআই ১৩ কাস্টম স্কিন দ্বারা চালিত হবে, যাতে ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ ওয়াইফাই কানেক্টিভিটি-সহ ব্লুটুথ ৫.১ থাকবে।

এছাড়াও আরেকটি রিপোর্টে দাবি করা হয়েছে, বহু প্রতীক্ষিত Redmi Pad 5 ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর এবং এড্রনো ৬৪০ জিপিইউ ব্যবহার করা হবে। পাশাপাশি এতে ১১ অথবা ১০.৯৫ ইঞ্চি ২.৫কে+ (২৫৬০x১৬০০ পিক্সেল রিসোলিউশন) ডিসপ্লে দেখা যেতে পারে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এছাড়াও ওই ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং-সহ ৮৭২০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।