চার্জ দিতে ভুলে যাবেন, ১০,০০০ এমএএইচ ব্যাটারির রেডমি ট্যাবলেট এন্ট্রি নিচ্ছে ভারতে

রেডমি আজ, ২৯ জুলাই ভারতে তাদের রেডমি প্যাড প্রো ৫জি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ ট্যাবলেটটি ইতিমধ্যেই চীনে প্রকাশিত হয়েছে এবং এটি ভারতে মুষ্টিমেয় ৫জি-এনেবল ট্যাবলেটগুলির…

Redmi Pad Pro 5G Color Options Revealed Ahead Of July 29 Launch In India

রেডমি আজ, ২৯ জুলাই ভারতে তাদের রেডমি প্যাড প্রো ৫জি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ ট্যাবলেটটি ইতিমধ্যেই চীনে প্রকাশিত হয়েছে এবং এটি ভারতে মুষ্টিমেয় ৫জি-এনেবল ট্যাবলেটগুলির মধ্যে একটি হতে চলেছে৷ লঞ্চের আগে রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবটি সর্ম্পকে কি কি তথ্য এখনও পর্যন্ত জানা গেছে, আসুন দেখে নেওয়া যাক।

রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবলেটের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এখনও পর্যন্ত রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবলেট সর্ম্পকে যে যে তথ্যগুলি সামনে এসেছে, তা নির্দেশ করছে যে এই ট্যাবে বড় ১২.১ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। এতে ডলবি অ্যাটমসের জন্য টিউন করা কোয়াড স্পিকার মিলবে। ট্যাবলেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ দ্বারা চালিত হবে এবং এতে বিশাল ১০,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যা দীর্ঘ সময়ের ব্যবহারের প্রতিশ্রুতি দেয়।

শাওমি এখন নিশ্চিত করেছে যে রেডমি প্যাড প্রো ৫জি দুটি কালার অপশনে পাওয়া যাবে – কুইক সিলভার এবং গ্রাফাইট গ্রে। ছবিটি অপশনাল কীবোর্ড এবং লেখার জন্য অ্যাক্সেসরি প্রদর্শন করেছে। ট্যাবলেটটি হোম স্ক্রিন+ এবং ক্রস-ডিভাইস নোট সিঙ্কিংয়ের মতো প্রোডাক্টিভিটি-কেন্দ্রিক ফিচার সহ শাওমির লেটেস্ট হাইপারওস কাস্টম স্কিনে চলবে।

আজকের লঞ্চ ইভেন্টে রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবের মূল্য এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন উন্মোচন করা হবে। ট্যাবলেটটি শাওমির অফিসিয়াল চ্যানেল এবং রিটেইল পার্টনারদের মাধ্যমে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, পোকো সম্প্রতি ভারতে সীমিত সংস্করণের পোকো এফ৬ ডেডপুল এবং উলভারিন স্মার্টফোন লঞ্চ করেছে। ডিভাইসটিতে ডেডপুল এবং উলভারিনের ছবি সহ একটি লাল ডিজাইন এবং ফ্ল্যাশ এরিয়ায় একটি ডেডপুল লোগো রয়েছে। এটি একটি বিশেষ বক্সের সাথে এসেছে, যার মধ্যে একটি ডেডপুল-থিমযুক্ত চার্জার এবং সিম ইজেক্টর টুল রয়েছে। এই লিমিটেড এডিশনের স্মার্টফোনটির মাত্র ৩,০০০ ইউনিট ফ্লিপকার্টে আগামী ৭ আগস্ট থেকে কেনার জন্য পাওয়া যাবে।