Categories: Tablets

Redmi Pad: 8000mah ব্যাটারি ও 10 ইঞ্চি স্ক্রিনের ট্যাবে 3,000 টাকা ছাড় দিচ্ছে শাওমি, সুযোগ ফসকালে বিশাল মিস

রেডমি গত বছর অক্টোবরে ব্র্যান্ডের প্রথম ট্যাবলেট হিসাবে Redmi Pad-এর ওপর থেকে পর্দা সরিয়েছিল। ডিভাইসটি তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে অফার করা হয় এবং এদেশে এটি ১৫,০০০ – ২০,০০০ টাকার প্রাইস সেগমেন্টে বাজেট ট্যাবলেট হিসাবে আত্মপ্রকাশ করেছে। ট্যাবটির লঞ্চের পর একবছরেও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এখন, শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি চুপিসারে Redmi Pad-এর দাম কমিয়েছে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট (Flipkart)-এর প্ল্যাটফর্মে ডিভাইসটি এখন এই সংশোধিত মূল্যে পাওয়া যাচ্ছে। এর ওপর আবার একটি ব্যাঙ্ক অফারও রয়েছে, যা ট্যাবলেটের ক্রয় মূল্য আরও কমিয়ে দিয়েছে।

ভারতে Redmi Pad-এর দাম কমল

রেডমি প্যাডটি ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – এই তিনটি বিকল্পে পাওয়া যায়। লঞ্চের সময় দাম ছিল যথাক্রমে ১৪,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। বেস ভ্যারিয়েন্টের দাম এখন ১,০০০ টাকা কমেছে, যেখানে ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা কম করা হয়েছে। অর্থাৎ, ৩ জিবি, ৪ জিবি, এবং ৬ জিবি র‍্যাম মডেলের দাম এখন যথাক্রমে ১৩,৯৯৯ টাকা, ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকা।

এছাড়াও, রেডমি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ইএমআই লেনদেনে এবং আইসিআইসিআই (ICICI) নেট ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনে রেডমি প্যাড-এর বেস মডেলের ওপর ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে৷ সুতরাং ভ্যারিয়েন্টটি ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। আর ৪জি এবং ৬ জিবি অপশনে ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে, যা দাম যথাক্রমে ১৩,৪৯৯ টাকা এবং ১৫,৪৯৯ টাকায় নামিয়ে আনবে৷ ব্যাঙ্ক অফারটি ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ। এছাড়া, আগ্রহী ক্রেতারা রেডমি প্যাড কেনার সময় তাদের পুরনো স্মার্টফোনও এক্সচেঞ্জ করতে পারবেন।

জানিয়ে রাখি, Redmi Pad-এ ১০.৬ ইঞ্চির ২কে ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফটোগ্রাফির জন্য, ট্যাবলেটটির রিয়ার এবং ফ্রন্ট প্যানেলে একটি করে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা বিদ্যমান। ট্যাবলেটটি ডলবি অ্যাটমস সহ কোয়াড স্পিকার অফার করে। Redmi Pad-এ MediaTek Helio G99 প্রসেসরটি রয়েছে এবং এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৮,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট অফার করে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago