Redmi Pad SE 4G: সস্তায় আসছে রেডমির নয়া ট্যাব, লঞ্চ এই তারিখে, দেখে নিন ফিচার্স

এমাসেই বাজারে আসতে চলেছে রেডমি প্যাড এসই ৪জি ট্যাব। সেলুলার কানেক্টিভিটি যুক্ত মডেলটি এর ওয়াই ফাই সংস্করণের তুলনায় কিছুটা ভিন্ন হবে। এর ক্যামেরা মডেলেও পরিবর্তন দেখা যাবে।

Redmi Pad Se 4G India Launch Date Confirm Design Colour Options Revealed

শাওমি আনুষ্ঠানিকভাবে রেডমি প্যাড এসই ৪জি ফোনের আসন্ন লঞ্চের কথা ঘোষণা করেছে, যা পূর্বে প্রকাশিত রেডমি প্যাড এসই ওয়াই-ফাই মডেলের একটি নতুন ভ্যারিয়েন্ট। নতুন মডেলটি আগামী ২৯ জুলাই ভারতে লঞ্চ হবে৷ এটি ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোরগুলিতে কেনার জন্য উপলব্ধ হবে বলেও জানা গেছে। আসুন রেডমি প্যাড এসই ৪জি মডেলটির সর্ম্পকে কি কি তথ্য এখনও পর্যন্ত সামনে এসেছে, দেখে নেওয়া যাক।

রেডমি প্যাড এসই ৪জি এমাসের শেষেই আসছে বাজারে

রেডমি প্যাড এসই ৪জি ট্যাবটি তার পূর্বসূরির বেশ কয়েকটি বৈশিষ্ট্য বজায় রেখে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন সহ আসবে। এটি ১২৮ জিবি স্টোরেজ, ডলবি অ্যাটমস সাপোর্ট, একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বজায় রাখবে। তবে, রিয়ার ক্যামেরা ডিজাইন ভিন্ন হবে এবং এতে একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও, ট্যাবলেটটির সাথে একটি নতুন গ্রিপ অ্যাক্সেসরিও পাওয়া যাবে, যা এর পিছনে সংযুক্ত করা যেতে পারে।

শাওমি নিশ্চিত করেছে যে, রেডমি প্যাড এসই ৪জি সংস্করণে একটি এইচডি স্ক্রিন থাকবে, আগের রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে এটি ৮.৭ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে, যা ওয়াই-ফাই মডেলে পাওয়া ১১ ইঞ্চির স্ক্রিনের থেকে ছোটো। ট্যাবলেটটি অন্যান্য বাজারেও পাওয়া যাবে, কারণ এটি সম্প্রতি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন এবং সিঙ্গাপুরের আইএমডিএ সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে।

জানিয়ে রাখি, পোকো আজ (১৭ জুলাই) ভারতে ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ সহ পোকো সি৬১ ফোনের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করছে। এটি এয়ারটেল ইউজারদের জন্য ৫,৯৯৯ টাকায় ফ্লিপকার্টে উপলব্ধ হবে। ফোনটি ১৮ মাসের জন্য এয়ারটেল নেটওয়ার্কে লক করা আছে। এটি আনলক করতে, ব্যবহারকারীদের লক-ইন সময়কালে ১৯৯ টাকার ওপরে একটি এয়ারটেল ট্রুলি আনলিমিটেড প্রিপেইড প্ল্যানের সাথে রিচার্জ করতে হবে। ক্রেতারা ৫০ জিবি ডেটাও বিনামূল্যে পাবেন। মার্চ মাসে লঞ্চ হওয়া পোকো সি৬১ ফোনের আনলক করা সংস্করণটি ৬,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।