Categories: Tablets

Redmi Pad SE: সস্তায় রেডমির দুর্দান্ত ট্যাব ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে সারা দিন

রেডমি আজ (23 এপ্রিল) ভারতে আয়োজিত স্মার্টার লিভিং (Smarter Living) ইভেন্টে তাদের নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট, Redmi Pad SE লঞ্চ করেছে। 2022 সালের Redmi Pad মডেলের উত্তরসূরি হিসেবে আগমন ঘটেছে এটির। এই নতুন ট্যাবলেটটি বাজেট-সেগমেন্টে এসেছে, যা Qualcomm Snapdragon 680 প্রসেসর দ্বারা চালিত৷ এছাড়াও ট্যাবটি বড় এলসিডি স্ক্রিন, 8 জিবি র‍্যাম এবং 8,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করে।চলুন Redmi Pad SE-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার্স সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi Pad SE-এর মূল্য, লঞ্চ অফার এবং লভ্যতা

ভারতে রেডমি প্যাড এসই-এর বেস মডেলটির দাম 12,999 টাকা, যা 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। এছাড়া, ফোনটির উচ্চতর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে 13,999 টাকা এবং 14,999 টাকা। এছাড়া, রেডমি প্যাড এসই-এর কভারটি 1,299 টাকায় কেনা যাবে। ট্যাবলেটটি অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart), এমআই ইস্টোর (Mi eStore) সহ অন্যান্য রিটেইল আউটলেটে 24 এপ্রিল থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। লঞ্চ অফার হিসাবে, রেডমি প্যাড এসই-এর ক্রেতারা আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফ্ল্যাট 1,000 টাকা ছাড় পেতে পারেন। প্যাড এসই মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার বেগুনি এবং গ্রাফাইট গ্রে কালার অপশনে বেছে নেওয়া যাবে।

Redmi Pad SE-এর স্পেসিফিকেশন এবং ফিচার্স

রেডমি প্যাড এসই-এ 11 ইঞ্চির এলসিডি 8 বিট ডিসপ্লে রয়েছে, যা 1,920×1,200 পিক্সেলের রেজোলিউশন, 207পিপিআই পিক্সেল ডেনসিটি, 90 হার্টজ রিফ্রেশ রেট, 400 নিট ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1500:1 কনট্রাস্ট রেশিও, টিইউভি রাইনল্যান্ড ব্লু লাইট সার্টিফিকেশন, টিইউভি রাইনল্যান্ড ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন এবং রিডিং মোড 3.0 অফার করে। রেডমি প্যাড এসই কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসরে চলে, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 610 জিপিইউ যুক্ত রয়েছে। ট্যাবটিতে সর্বাধিক 8 জিবি এলপিডিডিআর4X র‍্যাম এবং 128 জিবি ইএমইএমসি 5.1 স্টোরেজ মিলবে। এছাড়া, মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে 1 টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব। এই রেডমি ট্যাবটি প্যাডের জন্য তৈরি অ্যান্ড্রয়েড 13-ভিত্তিক MIUI কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Redmi Pad SE-এর রিয়ার প্যানেলে এফ/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেলের সেন্সর এবং এফ/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi Pad SE-এ বিশাল 8,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করে হয়েছে, যা 28 ঘন্টারও বেশি ভিডিও প্লেব্যাক টাইম অফার করে। এই ব্যাটারিটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে এআই (AI) ফেস আনলক ফিচার সাপোর্ট করে।

উন্নত অডিওর জন্য, Redmi Pad SE-এ কোয়াড স্পিকার সেটআপ, ডলবি অ্যাটমস অডিও, হাই-রেস অডিও, 3.5 মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সংযোগের জন্য Redmi Pad SE-তে ওয়াইফাই (2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ), ব্লুটুথ 5.0 সাপোর্ট করে। পরিশেষে, ট্যাবলেটটির পরিমাপ 255.53 × 167.08 × 7.36 মিলিমিটার এবং ওজন 478 গ্রাম। উল্লেখ্য, শাওমি আজ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে জুটি বেঁধে Redmi Note 13 Pro+ -এর World Championship Limited Edition মডেলটিও লঞ্চ করেছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago