Categories: Tablets

নতুন বছরে প্রথম ট্যাব আনছে Samsung, লঞ্চ হতে বেশি দেরি নেই, থাকবে IP68 রেটিং

স্যামসাং (Samsung)-এর আসন্ন রাগড ট্যাবলেট, Galaxy Tab Active 5 নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। ট্যাবটি ইতিমধ্যেই সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) এবং সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) সহ বেশ কিছু সার্টিফিকেশন ওয়েবসাইটের অনুমোদন লাভ করেছে। আর এখন বহু প্রতীক্ষিত Samsung Galaxy Tab Active 5 থাইল্যান্ডের এনবিটিসি (NBTC)-তে উপস্থিত হয়েছে। কি কি তথ্য উঠে এসেছে এই সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab Active 5 পেল NBTC- এর অনুমোদন

SM-X306B মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৫ ট্যাবলেটটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন- এর সাইটে উপস্থিত হয়েছে। লিস্টিংটি এই বহু প্রতীক্ষিত রাগড ট্যাবলেটটিতে 5G সংযোগ নিশ্চিত করেছে। তবে এটি ছাড়াও, ট্যাবটির স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি। যদিও এনবিটিসি সার্টিফিকেশনটি থাইল্যান্ডের বাজারে স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৫ ট্যাবের আসন্ন লঞ্চ নিশ্চিত করে।

Samsung Galaxy Tab Active 5-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৫ ট্যাবলেটের রেন্ডার অনলাইনে উপস্থিত হয়েছে, যা এর ডিজাইনের আভাস দিয়েছে। রেন্ডার অনুযায়ী, ডিভাইসটির পিছনে একটি রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে। মজবুত বিল্ডের ট্যাবলেটটির সামনে পুরু বেজেল দ্বারা বেষ্টিত ৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। এতে তিনটি ফিজিক্যাল বাটন দেখা যাবে – মেনু, ব্যাক এবং হোম। এই বাটনগুলি গ্লাভস ব্যবহার করেও নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও এর ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত হবে এবং সামনে একটি ফ্রন্ট ক্যামেরা এম্বেড করা থাকবে। MIL-STD-810H-সার্টিফায়েড এই ট্যাব এলইডি ফ্ল্যাশ সহ একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অফার করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের ডেটাবেস থেকে জানা গেছে যে, ট্যাবলেটটি একটি কাস্টমাইজযোগ্য প্রোগ্রামেবল কী-এর বিকল্প সহ একটি এস পেন (S Pen) স্টাইলাস অফার করবে। এস পেনটিও ট্যাবলেটের মতোই আইপি৬৮ (IP68) রেটিং অফার করবে। এতে বিখ্যাত স্যামসাং Knox সিকিউরিটি প্রোটেকশন, ফেস রেকগনিশন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Samsung Galaxy Tab Active 5 ইন-হাউস Exynos 1380 প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Tab Active 5 ট্যাবটি ৫,০৫০ এমএএইচ ব্যাটারির অফার করবে। এতে এক্সপ্যান্ডেবল স্টোরেজও সাপোর্ট করবে। কানেক্টিভিটির ক্ষেত্রে, এই ডিভাইসে ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং জিপিএস সংযোগ মিলবে। নতুন ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে এবং এটি ব্ল্যাক ও গ্রে কালার অপশনগুলিতে পাওয়া যেতে পারে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago