samsung galaxy tab s10 ultra first look leaked via check images specifications

Samsung Galaxy Tab S10 Ultra ট্যাবের ফার্স্ট লুক প্রকাশ হল, দেখে নিন ডিজাইন

স্যামসাং বর্তমানে তাদের Samsung Galaxy Tab S10 সিরিজের ওপর কাজ করছে বলে জানা গেছে। আর এখন, একটি রিপোর্টে Samsung Galaxy Tab S10 Ultra মডেলটির হাই-রেজোলিউশনের রেন্ডার প্রকাশ করা হয়েছে। যদিও এখনও ট্যাবলেটগুলি সম্পর্কে অনেক তথ্যই জানা যায়নি, তবে এই রেন্ডারগুলি নতুন Galaxy Tab S10 Ultra সম্পর্কে বেশকিছু বিবরণ সামনে এনেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Samsung Galaxy Tab S10 Ultra ট্যাবেলেটের ফার্স্ট লুক

বর্তমান প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা ট্যাবটিকে আনুষ্ঠানিকভাবে গতবছর ১৪.৬ ইঞ্চির বড় স্ক্রিনের সাথে লঞ্চ করা হয়েছিল। নতুন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ আল্ট্রা একই ঐতিহ্য অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ট্যাবটির মডেল নম্বর ফাঁস হয়েছে ও ওয়ান ইউআই (One UI) পরীক্ষা শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। আর স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজের প্লাস মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে বলেও জানা গেছে৷

প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজের সাথে এই প্রথম স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত হবে। এটি কেবলমাত্র ডাইমেনসিটি সিরিজে মিডিয়াটেকের অসামান্য সাফল্যের দিকেই নির্দেশ করে না, একই সাথে ভবিষ্যতে মিডিয়াটেক প্রসেসরের সাথে আরও বেশি ফ্ল্যাগশিপ বাজারে আসারও ইঙ্গিত দেয়। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ আল্ট্রা ফোনের প্রসেসর সম্পর্কে এখনও জানা যায়নি, তবে শোনা যাচ্ছে যে স্যামসাং এখনও এই ডিভাইসে কোন প্রসেসর ব্যবহার করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

টিপস্টার এবং অ্যান্ড্রয়েডহেডলাইস যৌথভাবে স্যামসাংয়ের আসন্ন Tab S সিরিজের ট্যাবলেটের হাই-রেজোলিউশন রেন্ডার প্রকাশ্যে এনেছে। এই রেন্ডারগুলি পরবর্তী ফ্ল্যাগশিপ Samsung Galaxy Tab S10 Ultra-এর, যার সাথেই গত প্রজন্মের Samsung Galaxy Tab S9 Ultra ট্যাবের যথেষ্ট মিল রয়েছে। আকারের দিক থেকে, উভয় ডিভাইসই মূলত একই রকম। ৩২৬.৪ x ২০৮.৬ x ৫.৪৫ মিলিমিটার পরিমাপ সহ Galaxy Tab S10 Ultra তার পূর্বসূরির তুলনায় খুব বেশি আলাদা নয়। এটি Tab S9 Ultra মডেলের থেকে মাত্র ০.০৫ মিমি পাতলা। Samsung Galaxy Tab S10 সিরিজ Samsung Galaxy S25 সিরিজের সাথে একসাথে আগামী বছরের শুরুতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।