Samsung এখনও মান্ধাতার আমলে পড়ে, ট্যাবের চার্জিং স্পিড বাড়াতে অনীহা

গত বছর ফেব্রুয়ারি মাসে স্যামসাং তাদের Samsung Galaxy Tab S8 ট্যাবলেট সিরিজটি বিশ্ববাজারে লঞ্চ করে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এর পরবর্তী প্রজন্মের লাইনআপটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আর এখন টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland)-এর লিস্টিং প্রকাশ করেছে যে, আসন্ন Samsung Galaxy Tab S9 সিরিজের হাই-এন্ড ট্যাবলেটগুলিতে আগের প্রজন্মের মতোই ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলি তাদের ডিভাইসে উচ্চতর চার্জিং স্পিড সরবরাহ করার বিষয়ে মনোযোগী হয়েছে, সেখানে স্যামসাং তাদের নির্ভরযোগ্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিটির সাথেই আটকে থাকতে পারে।

Galaxy Tab S9 সিরিজে ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট অব্যাহত থাকবে

টেস্টিং এবং সার্টিফিকেশন ফার্ম, টিইউভি রাইনল্যান্ড-এর সার্টিফিকেশন সাইটে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ লাইনআপের দুটি মডেল তালিকাভুক্ত হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস ( SM-X816B, SM-X810 এবং SM-X816N মডেল নম্বর) এবং গ্যালাক্সি ট্যাব এস৯ আল্ট্রা (SM-X916B, SM-X910 এবং SM-X916N মডেল নম্বর) – উভয়ই মডেলই ফাস্ট চার্জ নিরাপত্তার জন্য সার্টিফিকেশন লাভ করেছে।

এই ট্যাবলেটগুলি তাদের পূর্বসূরিদের মতোই ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং (১০ভি/৪.৫এ) সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এটি লক্ষণীয় যে, স্যামসাং তাদের সাম্প্রতিক ডিভাইসগুলির সাথে চার্জার সরবরাহ করে না। যদিও, বেস গ্যালাক্সি ট্যাব এস৯ মডেলটি এখনও সার্টিফিকেশন পায়নি, তবে এটি সম্ভবত গত বছরের গ্যালাক্সি ট্যাব এস৮-এর মতো একই ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে।

ফাঁস হওয়া তথ্য অনুসারে, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজটি পূর্ববর্তী গ্যালাক্সি ট্যাব এস৮ লাইনআপের মতোই ডিজাইনের সাথে আসবে। এই হাই-এন্ড ট্যাবলেটগুলি শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত হতে পারে। সিরিজটি সম্ভবত ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি থেকে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন অফার করবে।

এছাড়াও, ট্যাবগুলিতে একটি ম্যাগনেটিক এস পেন স্টাইলাস থাকবে এবং ১২০ হার্টজ পরিবর্তনশীল রিফ্রেশ রেট সহ ওলেড (OLED) ডিসপ্লে দেখা যাবে, যা একটি মসৃণ ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করবে। অডিওর জন্য, Galaxy Tab S9 সিরিজের ট্যাবগুলিতে কোয়াড-স্পিকার সেটআপ ব্যবহার করা হবে, যা ডিভাইসগুলির মাল্টিমিডিয়া ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। স্যামসাং আগামী ২৬ জুলাই Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5-এর সাথে Galaxy Tab S9 সিরিজ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।