মাল্টি-টাস্কিং সহ গেম খেলার উপযুক্ত ট্যাব আনল TCL, রয়েছে 8000mah ব্যাটারি

টিসিএল (TCL) রাশিয়ায় বাজারে TCL NXTPAPER 12 Pro অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি লঞ্চ করেছে যা সম্ভবত গ্লোবাল মার্কেটে উপলব্ধ হবে। এই ট্যাবটি দামের তুলনায় যথেষ্ট ভালো স্পেসিফিকেশন অফার করে। NXTPAPER 12 Pro-তে রয়েছে ১২.২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Kompanio 800T প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮,০০০ এমএএইচ ব্যাটারি। এগুলির সাথে ট্যাবলেটে উপলব্ধ অন্যান্য বৈশিষ্ট্যগুলি গেমিং এবং একই সময়ে বেশ কয়েকটি কাজ পরিচালনা করার জন্য এটিকে একটি দুর্দান্ত বিকল্প করে তুলতে পারে। চলুন তাহলে TCL NXTPAPER 12 Pro-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

টিসিএল নেক্সটপেপার ১২ প্রো-এর দাম ও লভ্যতা – TCL NXTPAPER 12 Pro Price and Availability

বর্তমানে রাশিয়ার বাজারে টিসিএল নেক্সটপেপার ১২ প্রো-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩৫,০০০ রুবেল (প্রায় ৪৬,১৫৫ টাকা)। আশা করা হচ্ছে আসন্ন কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২৩ (CES 2023) ইভেন্টে এই ট্যাবলেটটি আরও বাজারের জন্য উন্মোচন করা হবে।

টিসিএল নেক্সটপেপার ১২ প্রো-এর স্পেসিফিকেশন – TCL NXTPAPER 12 Pro Specifications

টিসিএল নেক্সটপেপার ১২ প্রো-তে ২,১৬০ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন সহ একটি বিস্তৃত ১২.২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটটি মিডিয়াটেক কোম্প্যানিও ৮০০০টি প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। কোম্প্যানিও ৮০০০টি প্রসেসর হল একটি ৬ ন্যানোমিটার অক্টা-কোর চিপ, যেটিতে দুটি ২.৪ গিগাহার্টজ কর্টেক্স-এ৭৬ সিপিইউ কোর, ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর এবং একটি মালি-জি৫৭ এমসি২ জিপিইউ রয়েছে। আবার, ট্যাবলেটটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানোও যাবে।

উল্লেখযোগ্যভাবে, TCL NXTPAPER 12 Pro-এর একটি প্রধান বৈশিষ্ট্য হল টাচ স্ক্রিনের আবরণ, যেটিতে অ্যান্টি-রিফ্লেকশন এবং অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট ফিচার রয়েছে এবং এটি কাগজের মতো দেখতে এবং অনুভূত হয়, যার ফলে ব্যবহারকারীরা ব্যাকলাইট ছাড়াই ডিসপ্লেতে বিভিন্ন কন্টেন্ট পরিষ্কারভাবে দেখতে পারেন৷ ফটোগ্রাফির জন্য, ট্যাবটির রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে একটি বিশেষ ডুয়েল ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, NXTPAPER 12 Pro ৮,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, ট্যাবলেটটি ওয়াইফাই ৫, ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ-সি ইন্টারফেস, কোয়াড স্পিকার সেটআপ এবং ডুয়েল মাইক্রোফোন সাপোর্ট সহ এসেছে। এই হ্যান্ডসেটের পরিমাপ ২৭৯ x ১৯২ x ৬.৯ মিলিমিটার এবং ওজন ৫৯৯ গ্রাম। TCL NXTPAPER 12 Pro-এর নীচে টাচপয়েন্ট রয়েছে যা একটি এক্সটার্নাল কীবোর্ড সাপোর্ট করতে পারে। পরিশেষে, ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।