Tablet: বিশ্বের সবচেয়ে সস্তা ট্যাবলেট লঞ্চ হল, রয়েছে ৮ জিবি র‌্যাম

টেকলাস্ট (Teclast) ব্র্যান্ডটি বাজারে সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট এবং ল্যাপটপ লঞ্চ করার জন্য পরিচিত। কোম্পানিটি চীনে আজ একটি নতুন এন্ট্রি-লেভেল ট্যাবলেট লঞ্চ করেছে, যেটিকে আনুষ্ঠানিকভাবে Teclast…

টেকলাস্ট (Teclast) ব্র্যান্ডটি বাজারে সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট এবং ল্যাপটপ লঞ্চ করার জন্য পরিচিত। কোম্পানিটি চীনে আজ একটি নতুন এন্ট্রি-লেভেল ট্যাবলেট লঞ্চ করেছে, যেটিকে আনুষ্ঠানিকভাবে Teclast P26T নামে ডাকা হচ্ছে। এই ট্যাবটি বাজারে উপলব্ধ বেশিরভাগ বাজেট রেঞ্জের স্মার্টফোনের তুলনায় সস্তা। উল্লেখযোগ্যভাবে, Teclast P26T একটি স্বল্প পরিচিত চিপসেটের সাথে এসেছে। এছাড়াও, এতে রয়েছে এলসিডি ডিসপ্লে, ৫ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন এই নয়া ট্যাবলেটটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Teclast P26T-এর স্পেসিফিকেশন

টেকলাস্ট পি২৬টি-এ ১০.১ ইঞ্চির এলইডি প্যানেল ডিসপ্লে রয়েছে, যা ১,২৮০ x ৮০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। ডিভাইসটি অলউইনার এ৫২৩ প্রসেসর দ্বারা চালিত, যা ৪ জিবি র‍্যামের সাথে যুক্ত রয়েছে। এই অক্টা-কোর চিপটিতে ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের এআরএম কর্টেক্স-এ৫৫ কোর রয়েছে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। এতে ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামও সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, টেকলাস্ট পি২৬টি-এর ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপে ৫ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবলেটটি সিম কার্ড স্লটের সাথে আসেনি। তবে, এটিতে ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ ৫.২ সাপোর্ট করে।

Teclast P26T-এর মূল্য ও লভ্যতা

চীনে Teclast P26T-এর দাম রাখা হয়েছে ৪৯৯ ইউয়ান (প্রায় ৫,৮০০ টাকা)। এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে সস্তা ট্যাবলেট, অন্তত সস্তা ট্যাবগুলির মধ্যে অন্যতম। টেকলাস্ট সাধারণত তাদের ডিভাইসগুলি গ্লোবাল মার্কেটে বিক্রি করে। কিন্তু Teclast P26T কবে আন্তর্জাতিক বাজারে আসবে, তা জানা যায়নি।