Teclast T40S: 10.4 ইঞ্চির দুর্দান্ত 2K ডিসপ্লে ও 128 জিবি ইনবিল্ট স্টোরেজের সঙ্গে সস্তায় নতুন ট্যাব বাজারে এল

টেকলাস্ট (Teclast) গত ফেব্রুয়ারি মাসে ১০ ইঞ্চির স্ক্রিন সহ বাজেট-ফ্রেন্ডলি P25T ট্যাবলেট লঞ্চ করেছিল, আমেরিকায় যার দাম ১০০ ডলার (প্রায় ৮,২৫০ টাকা)-এরও কম। আর এখন, ব্র্যান্ডটি Teclast T40S নামে আরেকটি নতুন ট্যাব গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে, যা 2K আইপিএস ডিসপ্লে, MediaTek MT8183 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ২০০ ডলার (প্রায় ১৬,৫০০ টাকা)-এরও কম মূল্যে পাওয়া যাবে ডিভাইসটি। আসুন Teclast T40S-এর সকল স্পেসিফিকেশন এবং ফিচার এবং নির্দিষ্ট মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Teclast T40S ট্যাবলেটের স্পেসিফিকেশন

টেকলাস্ট টি৪০এস ১০.৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২,০০০ x ১,২০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। তবে, ট্যাবলেটটিতে ওয়াইডভাইন এল১ (Widevine L1) সার্টিফিকেশন আছে বলে মনে হচ্ছে না। ফলে, এটি নেটফ্লিক্স (Netflix)-এর মতো প্ল্যাটফর্ম থেকে এইচডি স্ট্রিমিং সাপোর্ট নাও করতে পারে।

এছাড়া অন্যান্য টেকলাস্ট ট্যাবলেটের মতোই, টি৪০এস-ও একটি এন্ট্রি-লেভেল চিপসেটের সাথে এসেছে, যা হাই-রেজোলিউশনের ডিসপ্লেকে একত্রিত করে। নতুন টি৪০এস ট্যাবলেটটি মিডিয়াটেক এমটি৮১৮৩ প্রসেসর দ্বারা চালিত, যা ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত একটি অক্টা-কোর চিপ। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Teclast T40S-এ একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার-ফেসিং ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, T40S বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এছাড়া, নতুন টেকলাস্ট ট্যাবলেটটির ওজন মাত্র ৪৭৫ গ্রাম।

Teclast T40S ট্যাবলেটের দাম ও লভ্যতা

Teclast T40S বর্তমানে অ্যালিএক্সপ্রেস (AliExpress)-এ ১৭২.২৯ ডলার (প্রায় ১৪,২০৫ টাকা) মূল্যে কেনার জন্য উপলব্ধ৷ এছাড়াও, ট্যাবলেটটি জার্মানি এবং যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলিতে অ্যামাজন সাইটে বিক্রি করা হচ্ছে। যুক্তরাজ্যে, অ্যান্ড্রয়েড ১২-চালিত ট্যাবলেটটির মূল্য ১২৯.৯৯ পাউন্ড (প্রায় ১৩,৩৭০ টাকা) এবং এই দামের ওপর একটি ৪০ পাউন্ড (প্রায় ৪,১১০ টাকা) ভাউচার প্রয়োগ করা হয়েছে, যেখানে জার্মানিতে এটি ১৪৯.৯৯ ইউরো (প্রায় ১৩,২৩৫ টাকা)-এ উপলব্ধ। তবে এটি ভারতের বাজারে আসবে কিনা, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।