স্মার্টফোনের মতো আলট্রা ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে বাজারে আসছে Xiaomi Pad 6, থাকবে দুর্ধর্ষ সব ফিচার্স

শাওমি (Xiaomi) তাদের Pad 6 সিরিজের ট্যাবলেটগুলি খুব শীঘ্রই বাজারের উন্মোচন করার পরিকল্পনা করছে৷ চলতি মাস অর্থাৎ মার্চ বা আগামী এপ্রিল মাসে এগুলির লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। Pad 6 লাইনআপটি বিভিন্ন হার্ডওয়্যার সহ কমপক্ষে দুটি ভিন্ন মডেল অফার করবে। লঞ্চের আগে এখন, মডেলগুলির মধ্যে একটি চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যার লিস্টিংটি থেকে ট্যাবলেটটির ফাস্ট চার্জিং সাপোর্ট সম্পর্কে জানা গেছে। আসুন তাহলে সার্টিফিকেশনটি Xiaomi Pad 6 সম্পর্কে কি কি নতুন তথ্য প্রকাশ করলো, জেনে নেওয়া যাক।

Xiaomi Pad 6-কে দেখা গেছে 3C সার্টিফিকেশন সাইটে

প্রথমেই জানাই, 23046P50C (‘C’ অক্ষরটি চীনা ভ্যারিয়েন্টের প্রতিনিধিত্ব করে) মডেল নম্বর সহ শাওমি প্যাড ৬-কে টিপস্টার মুকুল শর্মা স্পট করেছেন। ট্যাবটিতে MDY-12-EF মডেল নম্বরের একটি চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে, যা 5V/3A এবং 5V-20V/62.A-3.25A পাওয়ার আউটপুট সাপোর্ট করে৷ এটি নির্দেশ করে যে শাওমি প্যাড ৬-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করার ক্ষমতা থাকবে।

তবে, চার্জিং স্পিড ছাড়া সার্টিফিকেশন সাইটটির লিস্টিং থেকে অন্য কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে, কিছু রিপোর্ট থেকে ইতিমধ্যেই শাওমি প্যাড ৬ সিরিজ সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে, আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Xiaomi Pad 6 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

শাওমি প্যাড ৬ সিরিজের মডেলগুলিতে ২.৮কে (2.8K) বা ৩কে (3K) পর্যন্ত রেজোলিউশন সাপোর্ট করতে পারে, যা প্যাড ৫ সিরিজের ২.৫কে (2.5K) রেজোলিউশনের স্ক্রিনের ওপর একটি বড় আপগ্রেড হবে। এছাড়া, এই ট্যাবলেটগুলির ডিসপ্লে ১২০ হার্টজ বা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। প্যাড ৬ সিরিজের প্রো মডেলে সম্ভবত মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ বা স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ চিপসেটটি ব্যবহার করা হবে। আর শাওমি প্যাড ৬ (বেস ভ্যারিয়েন্ট) সম্ভবত স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত হবে।

এর পাশাপাশি জানা গেছে যে, Xiaomi Pad 6-এর ক্যামেরা মডিউলটি Xiaomi 12 সিরিজের স্মার্টফোনে উপস্থিত ক্যামেরা আইল্যান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। Pad 6 ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট করতে পারে। আবার, এই ট্যাবলেটে ব্যবহৃত ব্যাটারিটি ১০,০০০ এমএএইচ ক্ষমতা সহ একটি ডুয়াল-সেল ইউনিট হবে বলে আশা করা হচ্ছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জি সাপোর্ট করবে।