প্রতীক্ষা শেষ, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির Xiaomi Pad 6 ভারতে আসছে এই তারিখে

আসন্ন Xiaomi ট্যাবলেটটি ভারতে দুটি কালার অপশনের সাথে আসবে - ব্লু এবং ব্ল্যাক। এই ট্যাবলেট স্মার্ট স্টাইলাস এবং ডিটাচেবল কীবোর্ড অ্যাক্সেসরিজের জন্য সাপোর্টও প্রদান করবে

Xiaomi আজ ভারতের বাজারে Pad 6 নামের একটি নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করার কথা নিশ্চিত করল। ঘোষণা অনুসারে, এই মিড-রেঞ্জের ট্যাবলেটকে আগামী ১৩ই জুন এদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।জানিয়ে রাখি, Xiaomi চলতি বছরের শুরুতে চীনে Pad 6 ট্যাবলেট সিরিজ লঞ্চ করেছিল। এই লাইনআপের অধীনে মোট দুটি ট্যাবলেট এসেছে, যথা – Pad 6 এবং Pad 6 Pro। এক্ষেত্রে, ভারতে সিরিজের টপ-অফ-দ্য-লাইন মডেলটিকে চালু করা হবে কিনা তা এই মুহুর্তে অজানা। তবে ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে স্ট্যান্ডার্ড Xiaomi Pad 6 ট্যাবলেটের ভারতীয় সংস্করণটি কেমন ফিচারের সাথে আত্মপ্রকাশ করবে তা নিশ্চিত করা হয়েছে।

জানা যাচ্ছে, আসন্ন Xiaomi ট্যাবলেটটি ভারতে দুটি কালার অপশনের সাথে আসবে – ব্লু এবং ব্ল্যাক। এই ট্যাবলেট স্মার্ট স্টাইলাস এবং ডিটাচেবল কীবোর্ড অ্যাক্সেসরিজের জন্য সাপোর্টও প্রদান করবে। চলুন Xiaomi Pad 6 -এর স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Xiaomi Pad 6 ট্যাবলেটের ভারতে লঞ্চের তারিখ এবং ফিচার নিশ্চিত করল স্বয়ং সংস্থা

আগামী সপ্তাহে অর্থাৎ ১৩ই জুন ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি প্যাড ৬। লঞ্চের তারিখের পাশাপাশি সংস্থার তরফ থেকে ডিভাইসটির ডিজাইন ও ফিচার সম্পর্কিত তথ্যও প্রকাশ করা হয়েছে। জানা গেছে, এই ট্যাবলেটের ওজন হবে প্রায় ৪৯০ গ্রাম এবং এটি ৬.৫১ মিমি পাতলা হবে। এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটে কার্ভড কর্নার সহ ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেখা যাবে। এর ব্যাক প্যানেলে বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউল থাকবে, যার ডিজাইন অনেকটা শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) -এর অনুরূপ হবে। তদুপরি, প্যাড ৬ মডেলের ভারতীয় ভ্যারিয়েন্ট ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমোস সমর্থন সহ আসবে বলে জানা গেছে। এটি শাওমির দ্বিতীয়-প্রজন্মের স্মার্ট স্টাইলাস এবং কীবোর্ড কেস অ্যাক্সেসরিজ সমর্থন সহ লঞ্চ হবে।

আগেই বলেছি, শাওমির এই ট্যাবলেটকে ইতিমধ্যেই চীনে লঞ্চ করা হয়েছে। ফলে আমাদের ধারণা ডিভাইসটির ভারতীয় ও চীনা ভ্যারিয়েন্টের যাবতীয় ফিচার এক সমান হবে। অর্থাৎ, এটিও অ্যাড্রেন ৬৫০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে আসবে। এক্ষেত্রে পূর্বসূরি Xiaomi Pad 5 -এর ভারতীয় সংস্করণে থাকা স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসরের থেকে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট অধিক উন্নত পারফরম্যান্স অফার করবে। এই ট্যাবলেটে ১১ -ইঞ্চির (২৮৮০×১৮০০ পিক্সেল) LCD IPS ডিসপ্লে প্যানেল দেওয়া হবে, যা ১৬:১০ এসপেক্ট রেশিও, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10 প্রযুক্তি সমর্থন করবে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশনের সাথে আসবে। আবার ডিভাইসটি ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবি র‌্যাম বিকল্প অফার করবে।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, এই ট্যাবলেটে PDAF সমর্থিত ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই প্যাড অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে। আবার মেটাল বডি যুক্ত Pad 6 ট্যাবলেটে নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। উপরন্তু – কোয়াড-স্পিকার সেটআপ, ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.৩ ভার্সনের মতো বৈশিষ্ট্যের সাপোর্টও পাওয়া যাবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৮,৮৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে।

দামের কথা বললে, চীনে Xiaomi Pad 6 ট্যাবলেটের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,১০০ টাকা) রাখা হয়েছিল। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,৪০০ টাকা) ও ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৮০০ টাকা) ধার্য করা হয়েছিল। ফলে আমাদের অনুমান, Pad 6 মডেলটির ভারতে দাম রাখা হবে ৩০,০০০ টাকার কাছাকাছি।