50MP ডুয়েল ক্যামেরা ও 120W ফাস্ট চার্জিং সহ আসছে Xiaomi কোম্পানির নয়া ট্যাবলেট

শাওমি (Xiaomi) এবছর তাদের ব্র্যান্ডিংয়ের সাথে একাধিক স্মার্টফোন বাজারে আনার পর, বর্তমানে পরবর্তী প্রজন্মের Xiaomi Pad 7 সিরিজের ট্যাবলেটগুলির লঞ্চের দিকে মনোযোগী হয়েছে। আসন্ন লাইনআপে…

শাওমি (Xiaomi) এবছর তাদের ব্র্যান্ডিংয়ের সাথে একাধিক স্মার্টফোন বাজারে আনার পর, বর্তমানে পরবর্তী প্রজন্মের Xiaomi Pad 7 সিরিজের ট্যাবলেটগুলির লঞ্চের দিকে মনোযোগী হয়েছে। আসন্ন লাইনআপে দুটি মডেল, স্ট্যান্ডার্ড Xiaomi Pad 7 এবং Xiaomi Pad 7 Pro অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় মডেল সম্পর্কেই বেশ কিছু তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন এক টিপস্টার এই ট্যাবগুলির অস্থায়ী লঞ্চের সময়সীমা প্রকাশ করেছেন। চলুন এটি জেনে নেওয়া যাক।

Xiaomi Pad 7 সিরিজের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

এক টিপস্টার তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে দাবি করেছেন যে, শাওমি এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে শাওমি প্যাড ৭ সিরিজ বাজারে লঞ্চ করবে। পূর্বসূরি শাওমি প্যাড ৬ এবং প্যাড ৬ প্রো গত বছরের এপ্রিলে আত্মপ্রকাশ করেছিল। অর্থাৎ সিরিজটি আগের লাইনআপের লঞ্চের সময়ের পরিপ্রেক্ষিতে বেশ দেরিতেই বাজারে পা রাখবে।

এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে ট্যাবলেটগুলি প্লাগ এবং প্লে পদ্ধতির মাধ্যমে “গাড়িতে ব্যবহারের” জন্য উপযুক্ত হবে। ট্যাবলেটে এই কার্যকারিতার অন্তর্ভুক্তি শাওমির কাছ থেকে আশা করাই যায়, কেননা এখন এই চীনা ব্র্যান্ডটি বৈদ্যুতিন যানবাহনও (EV) নির্মাণ করছে। তাই, প্রোডাক্ট ইকোসিস্টেম জুড়ে কম্প্যাটিবিলিটি স্থাপন করা এই মুহূর্তে কোম্পানির অন্যতম লক্ষ্য।

Xiaomi Pad 7 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

যদিও Xiaomi Pad 7 সিরিজটির সর্ম্পকে এখনও খুব কম তথ্যই উপলব্ধ রয়েছে, তবে সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন প্রো মডেলের কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। এতে Snapdragon 8 Gen 3 প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও সহ ১২.৪৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ১০,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি মিলবে। Xiaomi Pad 7 Pro ফোনটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকেও অনুমোদন লাভ করেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi Pad 7 Pro ট্যাবলেটটির পিছনে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং অডিওর জন্য কোয়াড স্পিকার অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Xiaomi Pad 7 সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি, তবে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরটি থাকতে পারে।