Fire-Boltt Hulk: স্মার্টওয়াচ ছাড়াও আরও কিছু, করা যাবে ভয়েস কলও

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Fire-Boltt Hulk ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ। এতে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। তাছাড়া ব্লুটুথ কলিংয়ের জন্য ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভি৩ ভার্সন। সংস্থার মতে, একবার চার্জে ওয়্যারেবলটি ১৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Hulk স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Hulk স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফায়ার-বোল্ট হাল্ক স্মার্টওয়াচের প্রারম্ভিক দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা। এটি কেবলমাত্র ই-কমার্স সাইট ফ্লিপকার্টে উপলব্ধ।

Fire-Boltt Hulk স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

ফায়ারবোল্ট হাল্ক স্মার্টওয়াচটি ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৩৬৮x৪৪৮ পিক্সেল। তাছাড়া এতে রয়েছে ১০০টিরও বেশী বিভিন্ন স্পোর্টস মোড। আগেই বলা হয়েছে ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভি৩ কানেক্টিভিটি। তাছাড়া স্মার্টওয়াচটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য কল হিস্ট্রি, কুইক অ্যাক্সেস ডায়াল প্যাড এবং সিম কন্টাক্ট।

অন্যদিকে, ভয়েস অ্যাসিট্যান্টের জন্য ঘড়িটিতে মাইক্রোফোন এবং স্পিকার উপলব্ধ। তদুপরি হাল্ক স্মার্টওয়াচে হেলথ ফিচার হিসেবে থাকছে SPo2 মনিটর এবং ২৪/৭ হার্ট রেট মনিটর। এছাড়া ঘড়িটিতে একাধিক ওয়াচফেস এবং ক্যালকুলেটর উপস্থিত। তবে এখানেই শেষ নয়। ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন মেসেজ ইত্যাদি ফিচারের সুবিধাও পাওয়া যাবে এতে। উপরন্তু থাকছে ১০০টি ভিন্ন স্পোর্টস মোড। এর মধ্যে রয়েছে সাইক্লিং, সুইমিং, স্কিয়িং, এ্যারোবিক্স, রানিং, ওয়াকিং ইত্যাদি।

সংস্থার মতে, একবার চার্জে Fire-Boltt Hulk স্মার্টওয়াচের ব্যাটারি ৬ দিন পর্যন্ত নরমাল মোডে এবং ১৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সক্রিয় থাকবে। সর্বোপরি, জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP67 রেটিংসহ এসেছে।