TCL Tab 10s: সস্তা 5G ট্যাবলেট লঞ্চ করল টিসিএল, সাথে এল Nxtpaper Max 10, Tab 10 FHD 4G ও Tab 10 HD 4G

5G কানেক্টিভিটি ও লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম সহ সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট বিশ্ব-ইলেক্ট্রনিক্স বাজারে খুবই কম সংখ্যক বিদ্যমান। ফলে এই বিষয়টিকে লক্ষে রেখে, চীনা টেক ব্র্যান্ড TCL সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2022) ইভেন্টে সবচেয়ে সস্তার 5G ট্যাবলেট লঞ্চ করলো, যার নাম TCL Tab 10S 5G। এই নয়া ট্যাবলেটকে IPS FHD ডিসপ্লে প্যানেল, ৪ জিবি র‌্যাম, অক্টা কোর মিডিয়াটেক 5G প্রসেসর এবং ৮,০০০ এমএএইচ ব্যাটারির সাথে নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত, উক্ত 5G ট্যাবলেটটি ছাড়াও Nxtpaper Max 10, Tab 10 FHD 4G ও Tab 10 HD 4G নামক আরো তিনটি বাজেট-রেঞ্জ 4G ট্যাবলেট ডিভাইসের উপর থেকেও পর্দা সরিয়েছে TCL। এই নয়া ট্যাব-ত্রয়ীর দাম আনুমানিক ১৫,০০০ টাকা থেকে শুরু হবে বলে দাবি করা হয়েছে এবং এগুলিতে ৮,০০০এমএএইচ পর্যন্ত ব্যাটারি দেওয়া হয়েছে। তদুপরি, একগুচ্ছ নতুন ট্যাবলেটের পাশাপাশি TCL 30 স্মার্টফোন সিরিজের অধীনে মোট পাঁচটি নয়া হ্যান্ডসেট ঘোষণা করা হয়েছে। যেগুলিতে, অ্যান্ড্রয়েড ১২ ওএস এবং মিডিয়াটেক চিপসেটের সাপোর্ট পাওয়া যাবে। তাহলে চলুন উল্লেখিত প্রত্যেকটি TCL ডিভাইসের দাম, লভ্যতা ও বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক এবার।

TCL Tab 10S 5G স্পেসিফিকেশন ও ফিচার

টিসিএল ট্যাব ১০এস ৫জি স্মার্টফোনে দেখা যাবে একটি ১০.১ ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে। এটি অক্টা কোর মিডিয়াটেক ৫জি প্রসেসর সহ এসেছে, যা কর্টেক্স এ৭৮ (Cortex A78) কোর ২.৪ গিগাহার্টজ এবং ৬ কর্টেক্স এ৫৫ (6 Cortex A55) কোর ২ গিগাহার্টজ ক্লক রেটে কাজ করবে। স্টোরেজ হিসাবে উক্ত ট্যাবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম পাওয়া যাবে। যদিও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

নবাগত টিসিএল ট্যাব ১০এস -এ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। কানেক্টিভিটির জন্য এতে, ব্লুটুথ ৫.১ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৮,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। ৫জি কানেকশন অ্যাক্টিভ থাকলেও এই ব্যাটারি দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করা হয়েছে।

TCL Tab 10S 5G দাম ও লভ্যতা

টিসিএল ট্যাব ১০এস ৫জি ট্যাবলেটের দাম ৩৯৩ ডলার বা ভারতীয় মূল্যে প্রায় ২৯,৭০০ টাকা ধার্য করা হয়েছে। একটি ৫জি কানেক্টিভিটির ট্যাবলেটের জন্য এই দাম কিন্তু যথেষ্টই সাশ্রয়ী। এটি চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে বিক্রির জন্য উপলব্ধ হবে। প্রসঙ্গত, বর্তমানে এই সেগমেন্টের একমাত্র ৫জি ট্যাব হল Lenovo Tab P11 Plus, যার দাম ৫৬২ ডলার বা প্রায় ৪২,৪৮০ টাকা। এটি স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেট দ্বারা চালিত৷

Nxtpaper Max 10, Tab 10 FHD 4G, Tab 10 HD 4G স্পেসিফিকেশন ও ফিচার

Tab 10S 5G ছাড়াও, নেক্সপেপার ম্যাক্স ১০, ট্যাব ১০ এফএইচডি ৪জি এবং ট্যাব ১০ এইচডি ৪জি নামের আরো তিনটি বাজেট ট্যাব লঞ্চ করা হয়েছে MWC 2022 ইভেন্টে। উল্লেখিত প্রত্যেকটি ট্যাব ৪জি কানেকশন ও অ্যান্ড্রয়েড ১১ ওএস সহ এসেছে। এছাড়া, নেক্সপেপার ম্যাক্স ১০ ট্যাবলেটে ১০.৩ ইঞ্চির ডিসপ্লে প্যানেল, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি এক্সপেন্ডেবল স্টোরেজ পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৮,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

অন্যদিকে, ট্যাব ১০ এফএইচডি এবং ট্যাব ১০ এইচডি ট্যাবলেটের ডিসপ্লে রেজোলিউশন ও অপেরেটিং সিস্টেম বাদে, অন্যান্য স্পেসিফিকেশন প্রায় এক সমান। এক্ষেত্রে, ট্যাব ১০ এফএইচডি -তে ১,৯২০x১,২০০ পিক্সেল রেজোলিউশন সহ ১০.১ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১১ ওএস দ্বারা চালিত। আর, ট্যাব ১০ এইচডি -তে রয়েছে ১২৮০x৮০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত ১০.১ ইঞ্চির ডিসপ্লে এবং এতে অ্যান্ড্রয়েড ১১ গো ভার্সন ওএস পাওয়া যাবে। উভয় ট্যাবলেটই মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর এবং ৫,৫০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারির সাথে এসেছে।

Nxtpaper Max 10, Tab 10 FHD 4G, Tab 10 HD 4G দাম ও লভ্যতা

চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টার থেকে এশিয়াতে নেক্সপেপার ম্যাক্স ১০ ট্যাবের বিক্রয়কার্য শুরু হবে। এই মডেলের প্রারম্ভিক মূল্য ৩০৩ ডলার বা আনুমানিক ২২,৯০০ টাকা ধার্য করা হয়েছে। ইউরোপে, টিসিএল ট্যাব ১০ এইচডি ৪জি ট্যাবের দাম ২০১ ডলার বা প্রায় ১৫,১৯৪ টাকা রাখা হবে। এছাড়া, ট্যাব ১০ এফএইচডি ৪জি মডেলের দাম ২২৪ ডলার বা অনুমানিক ১৬,৯৩০ টাকা থাকবে। এটিকে মার্চের শেষ থেকে এশিয়াতে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।

TCL 30 series স্পেসিফিকেশন ও ফিচার

MWC 2022 ইভেন্টে, টিসিএল ৩০ সিরিজের অধীনে মোট ৫টি নয়া স্মার্টফোন ঘোষণা করেছিল চীনা টেক সংস্থাটি। এই নয়া ডিভাইসগুলি হল – TCL 30 5G, TCL 30 Plus, TCL 30, TCL 30 SE এবং TCL 30E। উক্ত হ্যান্ডসেট গুলিকে লো-এন্ড স্মার্টফোন স্পেসে বিভিন্ন প্রাইজ রেঞ্জে নিয়ে আসা হয়েছে। সিরিজ অধীনস্ত প্রত্যেকটি ডিভাইস, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত। এছাড়া, টিসিএল ৩০ ৫জি ফোনে অক্টা কোর ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দেওয়া হয়েছে। টিসিএল ৩০ এবং ৩০ প্লাস ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। আর, টিসিএল ৩০ই এবং ৩০এসই ফোন এসেছে হেলিও জি২৫ সিলিকন প্রসেসর সহ।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, টিসিএল ৩০ সিরিজের প্রতিটি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এগুলিতে, ৫,০০০ এমএএইচ বা ৫,০১০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি উপলব্ধ।

TCL 30 series দাম ও লভ্যতা

TCL 30 5G: টিসিএল ৩০ ৫জি স্মার্টফোন কিনতে ২২৪ ডলার বা প্রায় ১৬,৯৩২ টাকা খরচ পরবে। এটি ইউরোপ সহ কয়েকটি নির্বাচিত দেশে আগামী এপ্রিল মাস থেকে উপলব্ধ হবে।

TCL 30 Plus: ২২৪ ডলার বা প্রায় ১৬,৯৩২ টাকায় লঞ্চ করা হয়েছে টিসিএল ৩০ প্লাস ফোনকে।

TCL 30: টিসিএল ৩০ ফোনটি ২০১ ডলার বা প্রায় ১৫,১৯৪ টাকায় পাওয়া যাবে।

TCL 30 SE: টিসিএল ৩০ এসই ফোনের দাম ১৬৭ ডলার বা প্রায় ১২,৬২৪ টাকা ধার্য করা হয়েছে।

TCL 30 E: টিসিএল ৩০ ই ফোনের দাম থাকছে ১৫৬ ডলার বা প্রায় ১১,৭৯০ টাকা। এটি ইউরোপে এপ্রিল থেকে এবং পরে কয়েকটি নির্বাচিত দেশে কিনতে পাওয়া যাবে।

TCL 30 Plus, TCL 30 ও TCL 30 SE বর্তমানে ইউরোপে উপলব্ধ, পরে নির্বাচিত অঞ্চলে এগুলির বিক্রয়কার্য শুরু হবে৷

প্রসঙ্গত, TCL 30 সিরিজের বিদ্যমান দুটি মডেল TCL 30 XE 5G এবং 30V 5G -এর দাম ঘোষণা করা হয়েছে ইভেন্টে। এগুলির দাম হবে যথাক্রমে – ২৯৯ ডলার (প্রায় ২২,৬০০ টাকা) এবং ১৯৯ (প্রায় ১৫,০০০ টাকা)। উক্ত দুটি ফোনকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করা হয়েছিল।