Hero Splendor Plus-এর দুর্গ অটুট, গত মাসে বিক্রি হল সবচেয়ে বেশি, প্রথম দশে আর কোন কোন বাইক ও স্কুটার

বিগত কয়েক মাস ধরে বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতাকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। যা সামাল হতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে অটোমোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে। বাজারে চাহিদা থাকলেও উৎপাদন কম হওয়ায় তা জোগান দিতে হিমশিম খাচ্ছে কোম্পানিগুলি। একই সাথে যন্ত্রাংশের মূল্য এবং ইনপুট খরচ বৃদ্ধির কারণে বহু সংস্থাই দুই ও চার চাকার গাড়ির বর্ধিত দাম ভাগ করে নিয়েছে গ্রাহকদের সঙ্গে। এহেন পরিস্থিতিতে গত বছর ডিসেম্বরে ভারতে টু-হুইলারের বিক্রিবাটা কেমন ছিল আসুন দেখে নেওয়া যাক।

২০২১-এর ডিসেম্বরে দেশে সর্বাধিক বিক্রিত বাইকের তকমা পেয়েছে Hero Splendor। যেখানে সর্বাধিক জনপ্রিয় স্কুটার হিসেবে উঠে এসেছে Honda Activa-র নাম। গত ডিসেম্বরে দেশে ২,০৬,১২২ ইউনিট Splendor বিক্রি হয়েছে, যেখানে Activa-র নিবন্ধীকরণের সংখ্যাটি ছিল ১,০৪,৪১৭ ইউনিট। এর ফলে Hero-র মোটরসাইকেলের বিক্রি বৃদ্ধি পেয়েছে ২৬%। কিন্তু Honda স্কুটারের বিক্রির সংখ্যা আগের তুলনায় কমেছে।

Hero MotoCorp-এর HF Deluxe বিক্রিতে তৃতীয় স্থানে রয়েছে, যেই সংখ্যাটি হল ৬৮,০৬১ ইউনিট। আবার ৪৪,৮০০ ইউনিট বিক্রির মাধ্যমে Bajaj Platina ধরে রেখেছে তালিকার চতুর্থ স্থান। ডিসেম্বরে TVS Jupiter এর বিক্রির সংখ্যা ছিল ৩৮,১৪২ ইউনিট।

অন্যদিকে Royal Enfield Classic 350, TVS XL 100 ও Hero Glamour-এর বিক্রির সংখ্যা যথাক্রমে ৩৪,৭২৩ ইউনিট, ৩৩,৩৯৫ ইউনিট ও ৩১,৫৯৫ ইউনিট। তালিকার দশম স্থানে রয়েছে Bajaj Pulsar 125, যেটি বিক্রি হয়েছে ২৭,৯০০ ইউনিট। তবে খানিকটা পিছিয়ে পড়েছে অতি জনপ্রিয় Bajaj Pulsar 150। ২০২১ এর ডিসেম্বরে এর বিক্রিবাটার সংখ্যা ছিল ২৭,১৬৯ ইউনিট।

তালিকার পরবর্তী টু-হুইলারগুলির মধ্যে রয়েছে Yamaha FZ (১৯,৭৯০ ইউনিট), Honda Unicorn (১৯,৩২১ ইউনিট), Royal Enfield meteor 350 (১০,৯৭৭ ইউনিট), Yamaha R15 (৮,৯৫২ ইউনিট) এবং Yamaha Fascino 125 (৮,৪৫৫ ইউনিট)।