iTel S17 মাত্র ৮ হাজার টাকায় তিনটি ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে শক্তিশালী ব্যাটারি

গত মাসে A26 মডেলের একটি আকর্ষণীয় ফিচারযুক্ত বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল iTel। কয়েকসপ্তাহ না কাটতেই এখন আরও একটি বাজেট-সেন্ট্রিক স্মার্টফোন নিয়ে হাজির হল সংস্থাটি, যার নাম iTel S17। তবে এবার ভারতে নয়, হ্যান্ডসেটি নাইজেরিয়ায় লঞ্চ করা হয়েছে। iTel S17-এর বিশেষ ফিচারগুলির মধ্যে বড় নচ ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং লং লাস্টিং ব্যাটারি উল্লেখযোগ্য। আসুন ফোনটির সমস্ত স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

iTel S17 স্পেসিফিকেশন, ফিচার

আইটেল এস১৭-এর ফ্রেম পলিকার্বোনেটের। ফোনের সামনে রয়েছে ডিউ-ড্রপ নচ প্যানেল। আইপিএস ডিসপ্লেটির দৈর্ঘ্য ৬.৬ ইঞ্চি, এটি এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোনে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে। প্রসেসরের নাম যদিও জানা যায়নি। আইটেল এস১৭ ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সিঙ্গেলের কনফিগারেশনে এসেছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে।

ফটোগ্রাফির জন্য আইটেল এস১৭-এর ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর + ০.৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

iTel S17 ফোনের ব্যাটারির ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ৷ হ্যান্ডসেটটি সেগমেন্টের অন্যান্য এন্ট্রি লেভেল স্মার্টফোনের মতো অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করবে। এছাড়া এতে আইটেলের কাস্টম ইন্টারফেস ও কিছু অ্যাপ্লিকেশন প্রি-ইন্সটলড করা আছে।

iTel S17 দাম

আইটেল এস১৭ ফোনের দাম রাখা হয়েছে ৪৫,০০০ নাইজেরিয়ান নাইরা, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮,০০০ টাকার সমান। ফোনটি স্কাই ব্লু, মাল্টিকালার গ্রিন, ও ডিপ-ওশেন ব্ল্যাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। আইটেল এস১৭ বিশ্বের অন্যান্য প্রান্তে কবে পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন