108MP ক্যামেরার ম্যাজিকে বাজার কাঁপাতে আসছে Huawei Nova 11 SE, দাম সহ সমস্ত ফিচার্স ফাঁস

হুয়াওয়ে (Huawei) বর্তমানে Nova 12 এবং Nova 12 Pro বাজারে আনার জন্য কাজ চালাচ্ছে বলে জানা গেছে। এই হ্যান্ডসেট দুটি যথাক্রমে Kirin 830 এবং Kirin 9000s চিপসেট দ্বারা চালিত হবে। Huawei Nova 12 সিরিজকে নিয়ে তৈরি হওয়া জল্পনা দাবি করেছে যে এই লাইনআপটি আগামী মাসে (নভেম্বর) চীনে লঞ্চ হবে। তবে তার আগেই ব্র্যান্ডটি Huawei Nova 11 SE নামে আরেকটি Nova-সিরিজের ফোন লঞ্চ করতে পারে। গুঞ্জন বাড়িয়ে এখন ডিভাইসটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করেছে। চলুন Huawei Nova 11 SE কি কি অফার করতে চলেছে, জেনে নেওয়া যাক।

Huawei Nova 11 SE-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

প্রাথমিকভাবে,হুয়াওয়ে নোভা ১১ এসই-এর টেনা (TENAA) লিস্টিংটি শুধুমাত্র ছবিগুলি প্রকাশ করেছিল। এবার সেটি স্পেসিফিকেশন সহ আপডেট করা হয়েছে। টেনা ডেটাবেস অনুসারে, এই ফোনে ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে এবং ১০-বিট কালার সাপোর্ট করবে। পারফরম্যান্সের ক্ষেত্রে, নোভা ১১ এসই একটি অজানা ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের চিপসেট দ্বারা চালিত হবে, যা ৪জি অফার করবে। এই প্রসেসরটির সাথে যুক্ত থাকবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ। হুয়াওয়ে নোভা ১১ এসই-কে হারমনি ওএস ৪.০ (Harmony OS 4.0) অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোড করা হবে।

ফটোগ্রাফির জন্য, Huawei Nova 11 SE-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে, যা একটি ৮ মেগাপিক্সেল এবং একটি ২ মেগাপিক্সেলের সহকারী ক্যামেরার সাথে মিলিত হবে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Huawei Nova 11 SE-তে ৪,৪০০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি ব্যবহার করা হবে।

সম্প্রতি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ জানিয়েছে যে, এটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। Nova 11 SE গত বছর ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,২২০ টাকা) প্রারম্ভিক মূল্যে চীনে লঞ্চ হওয়া Nova 10 SE-এর উত্তরসূরি হবে। Huawei Nova 11 SE-এরও এক দাম হওয়ার সম্ভাবনা রয়েছে।