Car Discount: কেউ ডিসকাউন্ট পায় না, তাও লম্বা ওয়েটিং লিস্ট, দেশে এমন গাড়ি একটাই

ভারতের গাড়ির বাজার দিনকে দিন উন্নতির চরম সীমায় উন্নীত হচ্ছে। প্রায় প্রতি মাসেই গাড়ি সংস্থাগুলি বিক্রি বৃদ্ধি পাচ্ছে। কাজেই জনপ্রিয় মডেলগুলিতে ডিসকাউন্ট পাওয়ার সম্ভাবনা কমাটাই স্বাভাবিক। তাই বলে এই নীতি তুলনামূলক কম জনপ্রিয় গাড়ির ক্ষেত্রে মোটেই খাটে না। বিক্রিতে জোয়ার আনতে সেরকম মডেলে ডিসকাউন্টের আশা করাই যায়। কিন্তু তুলনাস্বরূপ কম বিক্রি হওয়া এই গাড়িটির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার ধার ধারে না কোম্পানি। সেটি কোন মডেল শুনবেন? এটি হল Skoda-র লাক্সারি সেডান মডেল Octavia।

Skoda Octavia-র বিক্রি বন্ধ হতে চলেছে

এতদিনে আমাদের প্রায় সকলের অবগতি হয়েছে যে, ২০২৩-এর এপ্রিল থেকে এদেশে নয়া নির্গমন বিধি ওবিডি-২ কার্যকর হতে চলেছে। ফলে ইঞ্জিনে পরিবর্তন না করলে সেই গাড়ির বিক্রি বন্ধ করতে হবে। এদিকে স্কোডা অক্টাভিয়া-র ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে নয়া মাপকাঠি মেনে আপডেট দেওয়ার কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই এপ্রিলের পর এর বিক্রি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই ভিড় জমাচ্ছেন শোরুমে।

দীর্ঘ ওয়েটিং পিরিয়ড

যেহেতু অক্টাভিয়ার শেষ মুহূর্তের স্টক বুকিং করতে ভিড় বাড়ছে তাই গাড়িটির ওয়েটিং পিরিয়ডও অন্যান্য মডেলের থেকে বেশি। এটি বিদেশ আমদানি করে ভারতে অ্যাসেম্বল করে বিক্রি করা হয়। আর এখন সংস্থার কাছে কিটের অভাব। ফলস্বরূপ গাড়িটির ওয়েটিং পিরিয়ড বাড়ছে।

Skoda Octavia-র প্রতিপক্ষ

ভারতে Skoda Octavia-র কয়েক প্রজন্মের মডেল টানা বিক্রি করা হয়ে আসছে। কিন্তু এসইউভি-র রমরমার বাজারে সেডান মডেলের জনপ্রিয়তা ক্ষীণ হয়ে আসছে। এদেশে গাড়িটির প্রতিদ্বন্দ্বী হিসাবে উপস্থিত ছিল Honda Civic, Volkswagen Jetta ও Toyota Corolla Altis। কিন্তু এদের বিক্রি বন্ধ হয়ে যাওয়ার ফলে এই সেগমেন্টে একমাত্র লাক্সারি সেডান হিসাবে Skoda Octavia-র নাম টিমটিম করে জ্বলছে।