5G Spectrum: ভারতে ৫জি পরিষেবা চালু করার আগে সরকারের কাছে দাবি-দাওয়া পেশ Airtel, Vi-এর

5G স্পেক্ট্রাম নিলামের প্রস্তুতি শুরু হতেই টেলিকম অপারেটর সংস্থাগুলি কেন্দ্রীয় সরকার এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) -এর কাছে একের পর এক আবেদন পেশ করে চলেছে। এক্ষেত্রে টেলকোগুলি সহজতর চুক্তিতে স্পেক্ট্রাম মূল্য পরিশোধের ব্যবস্থা ছাড়াও টাওয়ার নেটওয়ার্কের ফাস্ট-ট্র্যাক ফাইবারাইজেশনের দাবি তুলেছে। তাদের মতে দেশজুড়ে সুষ্ঠু 5G পরিষেবা ছড়িয়ে দেওয়ার জন্য উপরোক্ত দাবি দুটি পূরণ করা আবশ্যিক। তাই টেলিকম পরিষেবা সরবরাহকারীদের উর্দ্ধতন পদাধিকারীরা সরকারের সঙ্গে আলোচনায় বারংবার এদের কথা তুলে ধরছেন।

সহজ চুক্তিতে থাকুক অর্থ পরিশোধের বন্দোবস্ত – দাবি টেলকোদের

সংবাদ সংস্থা ET Telecom -এর রিপোর্ট অনুযায়ী ভোডাফোন আইডিয়ার (Vi) ম্যানেজিং ডিরেক্টর রবিন্দর টক্কর একটি বিবৃতিতে জানিয়েছেন যে, সরকারের সংস্কারমূলক পদক্ষেপ সত্ত্বেও দেশীয় টেলিকম শিল্প বর্তমানে অর্থনৈতিকভাবে টালমাটাল দশার শিকার। এমতাবস্থায় সহজ চুক্তিতে স্পেক্ট্রাম মূল্য পরিশোধের বন্দোবস্ত হলে তারা আর্থিক দুরবস্থাকে কিছুটা হলেও পেছনে সরিয়ে রাখতে পারবেন। এতে তাদের 5G স্পেক্ট্রাম নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ অনেক সুবিধাজনক ও মসৃণ হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, এর মধ্যেই ভোডাফোন আইডিয়া বা Vi তাদের প্রধান বিনিয়োগকারী ব্রিটেনের ভোডাফোন গ্রুপ এবং আদিত্য বিড়লা গোষ্ঠীর কাছ থেকে ১৪,৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহের ক্ষেত্রে অগ্রসর হয়েছে। শোনা যাচ্ছে টেলিকম অপারেটর সংস্থাটি তাদের প্রেফারেন্সিয়াল শেয়ার বাবদ মোট ৪,৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করতে পারে। এছাড়া ইক্যুইটি এবং অন্যান্য সম্পদ থেকে তারা ১০,০০০ কোটি টাকা আদায় করবে বলে প্রকাশ্যে এসেছে।

অন্যদিকে আবার ভারতী এয়ারটেল এন্টারপ্রাইজের ভাইস চেয়ারম্যান (VC) অখিল গুপ্তের মতে আগামীদিনে দেশের সর্বত্র উন্নত 5G পরিষেবা ছড়িয়ে দিতে হলে অবিলম্বে বিদ্যমান ৮০-৮৫ শতাংশ টাওয়ারের ফাইবারাইজেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডেটা ট্রাফিকের আসন্ন ব্যাপক উত্থান নিয়ন্ত্রণের জন্যেও এই কাজ করা দরকার বলে এয়ারটেলের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন।

উল্লেখ্য, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার TRAI -এর প্রতি অনুরোধ জানিয়েছে যাতে তারা মার্চ মাসের মধ্যেই তাদের স্পেক্ট্রাম মূল্য সংক্রান্ত পরামর্শগুলি পেশ করে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ে এটি জমা পড়লে আগামী মে মাসে স্পেক্ট্রাম নিলামের আয়োজন শুরু হতে পারে।