বুক করার পর নতুন KTM RC 390 স্পোর্টস বাইকের ডেলিভারি পেতে কতদিন?জেনে নিন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কয়েক দিন আগেই ভারতে অফিশিয়ালি লঞ্চ হয়েছে নতুন KTM RC 390। নতুন ডিজাইন, পাওয়ার, এবং উৎকৃষ্ট ফিচারের দৌলতে নতুন প্রজন্মের রেসিং বাইকটি জনপ্রিয় হবে বলেই আশা করা হচ্ছে। 2022 KTM RC 390-এর দাম রাখা হয়েছে ৩,১৩,৯২২ টাকা। যা পুরনো মডেলের চেয়ে ৩৬ হাজার টাকার উপরে দামী।

সাব-৪০০ সিসি সেগমেন্টে অন্যতম সেরা সুপারস্পোর্ট বাইক বলে দামবৃদ্ধি পুষিয়ে নেওয়া যাবে বলেই মনে করছে অনুরাগীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বুক করার পর এই স্পোর্টস বাইকের ডেলিভারি পেতে কতদিন লাগবে। ডিলার সূত্র বলছে, কলকাতায় দু’সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এখন কেটিএমের তরফে বাইকটি অল্প সংখ্যায় শোরুমে পাঠানো হচ্ছে।

অপেক্ষার মেয়াদ পুণের মতো শহরে সবচেয়ে কম‌। ডেলিভারি ১০-১৫ দিনের মধ্যে দেওয়া হচ্ছে। ওয়েটিং পিরিয়ড সবচেয়ে বেশি বেঙ্গালুরুতে। বাইকের চাবি হাতে পেতে দু’মাস পর্যন্তও সময় লাগছে। কলকাতার মতো দিল্লি ও হায়দরাবাদের ক্ষেত্রে সেটা দু’সপ্তাহ। তবে ডিলারশিপ এবং বাইকের কোন কালার নির্বাচন করা হচ্ছে, তার উপরেও ডেলিভারি টাইম নির্ভর করছে। তাই 2022 KTM RC 390 কিনতে চাইলে একটি স্পষ্ট চিত্র পাওয়ার জন্য আপনাকে নিকটবর্তী আউটলেটে গিয়ে খোঁজ নিতে পরামর্শ দেবো আমরা।

প্রসঙ্গত, আর্ন্তজাতিক বাজারের মতো ভারতেও আপডেটেড KTM RC 390 হালকা ট্রেলিস ফ্রেম-সহ বোল্ট-অন-সাবফ্রেম, ১.৭ কেজি কম ওজনের ফাইভ-স্পোক অ্যালয় হুইলস, ১৭.৩ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক, এবং নতুন হার্ডওয়্যার সহযোগে এসেছে। যা স্পোর্টস বাইকটিকে  তীক্ষ্ণ এবং আরও রেস-ওরিয়েন্টেড করে তুলেছে। এটি ইলেকট্রনিক অরেঞ্জ এবং কেটিএম ফ্যাক্টরি রেসিং ব্লু কালার অপশনে উপলব্ধ‌। বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, কর্নারিং এবিএস, একটি কুইক শিফটার, স্মার্টফোন কানেক্টিভিটি-সহ টিএফটি ডিসপ্লে এবং মাল্টি-ফাংশানাল সুইচগিয়ার।