Nykaa, Myntra-দের টেক্কা দিতে সৌন্দর্য এবং প্রসাধনী ব্যবসায় নামছে Reliance Retail

এতদিন পর্যন্ত ফুড, গ্রোসারি, পোশাক, ফুটওয়্যার, খেলনা, ইলেকট্রনিক গুডস, হোম ইমপ্রুভমেন্ট প্রোডাক্টের মতো পণ্য বিক্রির জন্য প্রসিদ্ধ ছিল Reliance Industries Limited-এর অধীনস্থ ভারতের অন্যতম জনপ্রিয় রিটেল কোম্পানি Reliance Retail। তবে জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি তথা নিজেদের ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষ্যে সংস্থাটি এবার সৌন্দর্য এবং প্রসাধন সামগ্রী (beauty and cosmetics) অনলাইনে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, Nykaa, Myntra সহ অনুরূপ ই-কমার্স বিজনেসকে জোর টক্কর দিতে Reliance Retail মাল্টি-ব্র্যান্ড বিউটি এবং কসমেটিকস ব্যবসায় পা রাখতে চলেছে।

বিশ্বস্ত সূত্রে খবর, Reliance Retail একটি বিউটি বিজনেস মডেল তৈরির পরিকল্পনা করছে, যা অনলাইনে Nykaa-র এবং অফলাইনে Sephora-র মতো হবে। সংস্থাটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্র্যান্ডের পাশাপাশি তাদের নিজস্ব কিছু প্রোডাক্টও এর মাধ্যমে বিক্রি করবে। প্রোডাক্টগুলি বিক্রির জন্য Ajio, রিলায়েন্স রিটেলের ফ্যাশন এবং লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্মে একটি ওয়েবস্টোরও থাকতে পারে।

Reliance Brands-এর একজন মুখপাত্র বলেছেন যে, সংস্থাটি ধারাবাহিকভাবে তাদের বিক্রি করা ব্র্যান্ডগুলির পোর্টফোলিওর মধ্যে স্কিনকেয়ার, বিউটি এবং সুগন্ধি প্রোডাক্ট অন্তর্ভুক্ত করেছে। এমনিতে রিলায়েন্স ব্র্যান্ডস Armani, Burberry, Canali, Diesel, Gas এবং Hugo Boss সহ ভারতে চার ডজনেরও বেশি উচ্চ মানের আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে। এর সাথে সংস্থাটি জাপান-ভিত্তিক Muji-র স্কিন এবং হেয়ার-কেয়ার প্রোডাক্টের এক সুসমৃদ্ধ কালেকশন ইউজারদের অফার করে, পাশাপাশি সুগন্ধির ক্ষেত্রে রয়েছে Tiffany & Co, Armani, Zegna এবং Diesel-এর মতো নামজাদা কোম্পানির প্রোডাক্টের সুবিশাল সম্ভার। তাই খুব স্পষ্টতই বোঝা যায় যে, নিজেদের প্রোডাক্ট কালেকশনকে আরও সমৃদ্ধ করে গ্রাহকদের বিপুল পরিমাণে আকর্ষিত করতেই সংস্থাটি সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট মুখপাত্রের মতে, কসমেটিকস বিক্রি করার এই সিদ্ধান্ত ব্যবসায়িক সমৃদ্ধির ক্ষেত্রে নিঃসন্দেহে এক যথাযথ পদক্ষেপ। সাজগোজ তথা রূপচর্চার জিনিস বরাবরই নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই প্রয়োজন হয়। এবং কোনো অনুষ্ঠানে বা কাউকে উপহার দেওয়ার জন্য এই জিনিসটির জুড়ি মেলা ভার। তাই ঠিকঠাক পরিষেবা দিলে Reliance Retail-এর ব্যবসা যে উত্তরোত্তর আরও ফুলেফেঁপে উঠবে সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন