পেমেন্টের জন্য Google Pay, PhonePe, Paytm ব্যবহার করেন? ভুলেও এই অ্যাপ ডাউনলোড করবেন না

আপনি যদি Google Pay, PhonePe, Paytm অ্যাপগুলির ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে ফোনে কোনো রকম স্ক্রিন শেয়ারিং অ্যাপ (Screen Sharing App) ব্যবহার না করাই ভালো

এখন কম বেশি অনেক মানুষই অনলাইন ট্রানজ্যাকশনের জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকেন। এই অ্যাপগুলোর মধ্যে জনপ্রিয় এবং বিশ্বস্ত অ্যাপগুলি হলো Google Pay, PhonePe, Paytm। আর আপনিও যদি এই অ্যাপগুলির ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে ফোনে কোনো রকম স্ক্রিন শেয়ারিং অ্যাপ (Screen Sharing App) ব্যবহার না করাই ভালো। কারণ স্ক্রিন শেয়ারিং অ্যাপের মাধ্যমে খুব সহজেই চুরি হয়ে যেতে পারে আপনার কষ্টার্জিত টাকা।

স্ক্রিন শেয়ারিং অ্যাপ কি?

স্ক্রিন শেয়ারিং অ্যাপ হল এমন একটি অ্যাপ যার মাধ্যমে নিজের ফোনে স্ক্রিন অন্যদের সাথে শেয়ার করা যায়। অর্থাৎ এই অ্যাপ ব্যবহার করে আপনার ফোনের স্ক্রিনে কি ঘটছে তা অন্যজন দেখতে পারবে। আর এই অ্যাপের মাধ্যমে সহজেই দূর থেকে ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ অ্যাক্সেস করা যেতে পারে। যার ফলে প্রতারকদের পক্ষে অনলাইন জালিয়াতি করা আরও সহজ হয়ে পড়ে। উল্লেখ্য, বর্তমানে স্ক্রিন শেয়ার, অ্যানিডেক্স এবং টিম ভিউয়ার নামের স্ক্রিন শেয়ারিং অ্যাপগুলি বেশ জনপ্রিয়।

কেন স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহার করা উচিত নয়?

স্ক্যামাররা এই অ্যাপের মাধ্যমে ডিভাইসের অ্যাক্সেস পেলে সহজেই দূর থেকে ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও, এর সাহায্যে তারা ব্যবহারকারীর এটিএম এবং ডেবিট কার্ডের সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারে। পাশাপাশি, তারা ফোনে আসা বিভিন্ন ওটিপি এবং ট্রানজ্যাকশনের দিকেও নজর রাখতে পারে।

কিভাবে নিরাপদে থাকবেন?

এই পরিস্থিতিতে নিরাপদ থাকার জন্য Google, Google Pay, PhonePe, Paytm ব্যবহারকারীদের এই ধরনের থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড বা ইন্সটল করা থেকে বিরত থাকতে বলেছে। এছাড়াও, গুগলের তরফ থেকে বলা হয়েছে পেমেন্ট অ্যাপগুলি ব্যবহার করার আগে যদি এই অ্যাপগুলি ডাউনলোড করা হয়ে থাকে তাহলে, অবশ্যই ব্যবহারকারীকে চেক করে নিতে হবে যে স্ক্রিন শেয়ারিং অ্যাপটি সম্পূর্ণরূপে আছে।