আরও সস্তা হল Samsung Galaxy A21s, রয়েছে ৫০০০ mAh ব্যাটারি

একের পর স্মার্টফোনের দাম কমাচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং। গতকালই কোম্পানি ভারতে Galaxy A51 এর দাম কমিয়েছিল। এবার Samsung Galaxy A21s এর দাম কমার কথা ঘোষণা করা হল। যদিও কয়েকদিন আগেই মুম্বাইয়ের মহেশ টেলিকম এই ফোনের দাম কমার খবর জানিয়েছিল। .তবে তখন স্যামসাংয়ের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু এবার কোম্পানি টুইট করে জানিয়েছে গ্যালাক্সি এ৩২১এস ফোনের ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

Samsung Galaxy A21s ফোনের ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম কমলো :

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ২১এস দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছিল। এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছিল ১৬,৪৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ছিল ১৮,৪৯৯ টাকা। তবে কোম্পানি ৪ জিবি ভ্যারিয়েন্টের দাম অপরিবর্তিত রেখে ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১,০০০ টাকা কমিয়েছে। এখন এই ভ্যারিয়েন্টটি ১৮,৪৯৯ টাকার বদলে ১৭,৪৯৯ টাকায় কেনা যাবে।

Samsung Galaxy A21s স্পেসিফিকেশন :

Samsung Galaxy A21s ডিজাইন অনেকটাই গ্যালাক্সি এ২১ এর মতো। ফোনটিতে পাবেন ৬.৫ ইঞ্চি AMOLED ইনফিনিটি O এইচডি প্লাস ডিসপ্লে। এর আসপেক্ট রেশিও ২০:৯ এবং পিক্সেল রেজুলেশন ৭২০x১৬০০। গ্যালাক্সি এ২১এস এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল। এই ফোনে ২.০ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যামের সাথে এসেছে। আবার এতে পাওয়া যাবে ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সিকিউরিটির জন্য এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

ফটোগ্রাফির জন্য এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই ফোনের সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। অপারেটিং সিস্টেমের কথা বললে ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক OneUI ২.০ এ চলে। এই ফোনে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমাস সাপোর্ট পাওয়া যাবে।