৪৫০০ mAh ব্যাটারির সাথে আসবে Samsung Galaxy S20 Fan Edition বা Galaxy S20 Lite

কয়েকদিন আগেই Samsung Galaxy S20 Lite বা Galaxy S20 Fan Edition কে বেঞ্চমার্ক সাইট গিকবেঞ্চে দেখা গিয়েছিল। যেখান থেকে পরিষ্কার ছিল ফোনটি শীঘ্রই আসবে। এবার এই ফোনের লঞ্চ ডেট ও ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস হল। হল্যান্ডের একটি ওয়েবসাইট থেকে এই ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করা হয়েছে। স্যামসাং ইতিমধ্যেই ঘোষণা করেছে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে Life Unstoppable ইভেন্ট। ওয়েবসাইটে বলা হয়েছে এই ইভেন্টেই কোম্পানি গ্যালাক্সি এস২০ লাইট বা গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন লঞ্চ করবে।

এছাড়াও জানা গেছে সর্বপ্রথম এই ফোনকে ইউরোপের মার্কেটে লঞ্চ করা হবে। ভারতে এই ফোন আসবে কিনা রিপোর্টে জানানো হয়নি। ফোনটি কমলা, সবুজ, সাদা ও লাল রঙে পাওয়া যাবে। Galaxyclub.nl নামে ওই ওয়েবসাইটে বলা হয়েছে, Galaxy S20 Lite বা Galaxy S20 Fan Edition ফোনটির ব্যাটারির মডেল নম্বর হবে EB-BG781ABY । এর ব্যাটারি ক্যাপাসিটি হবে ৪,৩৭০ এমএএইচ, যেটিকে সাধারণ ভাবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি বলে ধরা হয়।

এর আগে গিকবেঞ্চ থেকে এই ফোনের কিছু স্পেসিফিকেশন সামনে এসেছিল। জানা গিয়েছিল, এই ফোনে ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর থাকবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ানইউআই ২.৫ ইন্টারফেসের সাথে আসবে। ফোনটিতে ৬ জিবি র‌্যাম দেওয়া হবে। গিকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৭৩৭ পয়েন্ট ও মাল্টি কোর টেস্টে ২,৬১৯ পয়েন্ট পেয়েছে।

আগের একটি রিপোর্টে জানা গিয়েছিল, গ্যালাক্সি এস ২০ লাইট বা গ্যালাক্সি এস ২০ ফ্যান এডিশন ফোনে সবচেয়ে কম ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়াও দেওয়া হবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম। এতে ১২০ হার্টজ ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত হবে। এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে।