শাওমির প্রথম ২০০ এমপি ক্যামেরার ফোন, Xiaomi 12T, Xiaomi 12T Pro লঞ্চ হচ্ছে ৪ অক্টোবর

Xiaomi তাদের আসন্ন Xiaomi 12T এবং 12T Pro স্মার্টফোন-দ্বয়কে আগামী ৪ই অক্টোবরে লঞ্চ করতে পারে, এমনি একটি খবর চলতি সপ্তাহের শুরুতে চাউর হয়েছিল। যদিও তৎকালীন সময়ে এই তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিলো না। তবে এখন উক্ত সংস্থাটি স্বয়ং ঘোষণা করেছে যে, নবমীর দিন অর্থাৎ আগামী মাসের ৪ তারিখ একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে। যেখানে Xiaomi 12T স্মার্টফোন সিরিজের উপর থেকে পর্দা সরানো হবে। চলুন আসন্ন ডিভাইসগুলির বিশেষত্ব সম্পর্কে এযাবৎ কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।

শাওমি ১২টি ও ১২টি প্রো -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 12T and Xiaomi 12T Pro expected specifcations)

আপকামিং শাওমি ১২টি এবং ১২টি প্রো স্মার্টফোন দুটির রেন্ডার ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। যার দরুন আমরা জানতে পেরেছি যে, আলোচ্য মডেলগুলির বাহ্যিক ডিজাইন একইরকম হবে। তবে ফিচারের দিক থেকে পার্থক্য থাকবে। যেমন, সিরিজের ‘প্রো’ ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬৭-ইঞ্চির (১,২২০x২,৭১২ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এছাড়াও, ডিভাইসের ব্যাক প্যানেলে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া, এই রিয়ার ক্যামেরা মডিউলটিতে ২০০-মেগাপিক্সেল Samsung HP1 প্রাইমারি সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। আর বাকি সেন্সরগুলি – একটি ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স হওয়ার সম্ভবনা আছে।

অন্যদিকে Xiaomi 12T ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট। এতেও ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। তবে ‘প্রো’ মডেলের থেকে এই ভ্যানিলা বিকল্পের সেন্সর রেজোলিউশন ভিন্ন থাকছে। এক্ষেত্রে আলোচ্য ফোনটি – ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ আসতে পারে। এছাড়াও, উক্ত হ্যান্ডসেটে একটি ৬.৭-ইঞ্চির OLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করবে।

Xiaomi 12T এবং 12T Pro উভয় মডেলেই ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে বলে উল্লেখ ছিল পূর্ব প্রকাশিত রেন্ডারে। তবে, ফোন দুটির চার্জিং ক্যাপাসিটি ভিন্ন থাকতে পারে। কারণ, প্রো মডেলটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে বলে গুঞ্জন শোনা গেছে। আর, সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি তুলনায় কম অর্থাৎ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে।

শাওমি ১২টি ও ১২টি প্রো -এর সম্ভাব্য স্টোরেজ ভ্যারিয়েন্ট (Xiaomi 12T and Xiaomi 12T Pro expected Storage Varient)

শাওমি ১২টি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আত্মপ্রকাশ করবে, যথা – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। অন্যদিকে, শাওমি ১২টি প্রো ফোনকে লঞ্চ পরবর্তী সময়ে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের সাথে বিক্রি করা হবে বলে জানতে পেরেছি আমরা।