Oppo Find N2 Flip নাকি Samsung Galaxy Z Flip 4, স্যামসাং নাকি ওপ্পোর ফোন কেনা লাভজনক

এই প্রতিবেদনে আমরা Oppo Find N2 Flip এবং Samsung Galaxy Z Flip 4 হ্যান্ডসেট দুটির ফিচার এবং স্পেসিফিকেশনের মধ্যে তুল্যমূল্য বিচার করতে চলেছি

যারা হালফিলে কোনো নামজাদা সংস্থার ফোল্ডেবল ফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। আসলে গত ১৫ ফেব্রুয়ারি লন্ডনে আয়োজিত এক ইভেন্টে জনপ্রিয় টেক ব্র্যান্ড Oppo তাদের প্রথম ফোল্ডেবল ফোন Find N2 Flip-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। বলে রাখি, নতুন Oppo Find N2 Flip-এ রয়েছে Mediatek Dimensity 9000+ প্রসেসর। সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে, Oppo-র এই ফোনের সাথে Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত Samsung Galaxy Z Flip 4-এর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা চলবে। উল্লেখ্য যে, দুটি হ্যান্ডসেটকে পকেটস্থ করতে গেলেই ক্রেতাদের বেশ অনেকটা টাকা খরচ করতে হবে (প্রায় ৭০,০০০ টাকারও বেশি)। এখন প্রশ্ন হল, এই দুটি ডিভাইসের মধ্যে সেরা কোনটি? সেক্ষেত্রে এর উত্তর জানতে হলে আমাদের আজকের এই প্রতিবেদনটি একবার পুরোটা মন দিয়ে পড়ে নিন। কারণ আজ আমরা Oppo Find N2 Flip এবং Samsung Galaxy Z Flip 4 হ্যান্ডসেট দুটির ফিচার এবং স্পেসিফিকেশনের মধ্যে তুল্যমূল্য বিচার করতে চলেছি।

Oppo Find N2 Flip vs Samsung Galaxy Z Flip 4: ডিজাইন

ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ-এর বেসিক স্ট্রাকচার অনেকটা গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর মতোই। ওপ্পোর এই ফোনটিতে একটি বড়ো কভার ডিসপ্লে রয়েছে, এবং এটি গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর তুলনায় প্রিমিয়াম এবং মডার্ন লুক সহ আসে। উভয় ডিভাইসেই মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেল রয়েছে। দুটি হ্যান্ডসেটেরই একাধিক কালার অপশন মার্কেটে উপলব্ধ। তবে আইপি রেটিংয়ের কথা বলতে গেলে, ওপ্পোর তুলনায় খানিকটা এগিয়ে রয়েছে স্যামসাংয়ের স্মার্টফোনটি; কারণ গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এ রয়েছে আইপিএক্স৮ (IPX8) রেটিং, কিন্তু ওপ্পোর ফোল্ডেবল ফোনটি জল এবং ধুলো প্রতিরোধী নয়।

Oppo Find N2 Flip vs Samsung Galaxy Z Flip 4: ডিসপ্লে

ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপে রয়েছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি+ ফোল্ডিং স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০৩ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। অন্যদিকে, স্যামসাং জেড ফ্লিপ ৪-এ কিছুটা কমপ্যাক্ট ৬.৭০ ইঞ্চি স্ক্রিন বিদ্যমান, যার পিক্সেল ডেনসিটি ৪২৬ পিপিআই। এছাড়া, ওপ্পো এবং স্যামসংয়ের উক্ত ফোন দুটিতে রয়েছে যথাক্রমে ৩.২৬ ইঞ্চি এবং ১.৯ ইঞ্চি কভার সেকেন্ডারি ডিসপ্লে।

Oppo Find N2 Flip vs Samsung Galaxy Z Flip 4: পারফরম্যান্স

গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, যেখানে ফাইন্ড এন২ ফ্লিপে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর উপস্থিত। সেক্ষেত্রে ডিভাইস দুটি প্রায় একইরকম পারফরম্যান্স প্রদান করতে সক্ষম বলে আশা করা যেতে পারে। জেড ফ্লিপ ৪-এর বেস মডেলটিতে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে, অন্যদিকে ফাইন্ড এন২ ফ্লিপে ২৫৬ জিবি স্টোরেজ বিদ্যমান।

Oppo Find N2 Flip vs Samsung Galaxy Z Flip 4: সফ্টওয়্যার, ব্যাটারি

উভয় স্মার্টফোনেই আছে কাস্টম ওএস সহ অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) অপারেটিং সিস্টেম। ওপ্পোর ফোনটি কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করে। অন্যদিকে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এ রয়েছে ওয়ানইউআই ৫ (OneUI 5), যেখানে খুব শীঘ্রই ওয়ানইউআই ৫.১ (OneUI 5.1) আপডেট আসবে। ব্যাটারির কথা বলতে গেলে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এ ৩৭০০ এমএএইচ এবং ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপে ৪৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। দুটি ফোনেই রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট। তবে ওপ্পোর ফ্লিপ ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না।