১৬ জিবি র‌্যামের সাথে হাজির RedmiBook Pro 15 2023 Ryzen Edition, পাবেন দীর্ঘ ব্যাটারি লাইফ

RedmiBook Pro 15 2023 Ryzen Edition-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি Intel ভ্যারিয়েন্টের মতো

রেডমি চীনে RedmiBook Pro 15 2023 Ryzen Edition নামে একটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। এটি তৃতীয় প্রজন্মের মডেল। উল্লেখ্য ব্র্যান্ডটি ২০২১ সাল থেকে প্রতি বছর এই সিরিজের অধীনে নোটবুক প্রকাশ করছে। ঠিক এর পূর্বসূরির মতো, এটিও রেগুলার RedmiBook Pro 15 মডেলের বিকল্প হিসাবে এসেছে যা Intel-এর প্রসেসর দ্বারা চালিত হয়। প্রসেসর ছাড়া RedmiBook Pro 15 2023 Ryzen Edition-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি স্ট্যান্ডার্ড মডেলের মতোই। আসুন নয়া রেডমি ল্যাপটপটির দাম এবং উপলব্ধতা সহ এর মূল বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।

RedmiBook Pro 15 2023 Ryzen Edition-এর স্পেসিফিকেশন

রেডমিবুক প্রো ১৫ ২০২৩ রাইজেন এডিশনটি এএমডি রাইজেন ৭০০০ সিরিজের প্রসেসর দ্বারা চালিত হয়। নোটবুকটি রাইজেন ৫ ৭৬৪০এইচএস বা রাইজেন ৭ ৭৮৪০এইচএস – এই দুই প্রসেসরের সাথে পাওয়া যাবে। এই চিপগুলির সাথে ডুয়েল কুলিং ফ্যান, ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআইই ৪.০ এসএসডি স্টোরেজ যুক্ত। ডিভাইসটি মাইক্রোসফ্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের চলে।

রেডমিবুক প্রো ১৫ ২০২৩ রাইজেন এডিশনে ৮৯% স্ক্রিন-টু-বডি রেশিও সহ ১৫.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ১৬:১০ অ্যাসপেক্ট রেশিওর প্যানেলটি ৩,২০০ x ২,০০০ পিক্সেলের রেজোলিউশন, ২৪২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস লেভেল অফার করে। ডিসপ্লেটি ডিসি ডিমিং এবং ডলবি ভিশনও সাপোর্ট করে। এছাড়াও, রেডমির এই ল্যাপটপটিতে মেটাল ইউনিবডি বিল্ড দেখা যায়। রেডমিবুক প্রো ১৫-এর নতুন সংস্করণে ওয়াইফাই ৬ সাপোর্ট করে এবং এতে দুটি ইউএসবি ৩.২ জেন২ (টাইপ-সি), একটি ইউএসবি ৩.২ জেন ১ (টাইপ-এ), একটি এইচডিএমআই ২.১, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক ও একটি কার্ড রিডার-এর মতো প্রয়োজনীয় পোর্টগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও, RedmiBook Pro 15 2023 Ryzen Edition-এ ০.২ মিলিমিটারের কী ট্র্যাভেল সহ একটি ফুল-সাইজ ব্যাকলিট কীবোর্ড রয়েছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাওয়ার কীতে এম্বেড করা হয়েছে এবং এতে একটি বড় ট্র্যাকপ্যাডও বর্তমান। ল্যাপটপটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একটি ১,০৮০ পিক্সেলের ওয়েবক্যাম এবং ডলবি অ্যাটমস-সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার (৪ ওয়াট)। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, নোটবুকটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ইউএসবি পিডি ৩.০ স্ট্যান্ডার্ডের জন্য সমর্থন সহ ৭২ ওয়াট আওয়ারের ব্যাটারি অফার করে।

RedmiBook Pro 15 2023 Ryzen Edition-এর মূল্য এবং লভ্যতা

চীনের বাজারে RedmiBook Pro 15 2023 Ryzen Edition দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এগুলির দাম হল-

রাইজেন ৫ ৭৬৪০ এইচএস / ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৪,৫৯৯ ইউয়ান (প্রায় ৫২,২২০ টাকা)

রাইজেন ৭ ৭৮৪০ এইচএস / ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৫০০ টাকা)

ল্যাপটপটি বর্তমানে চীনের মার্কেটে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ২১ জুলাই থেকে এর বিক্রি শুরু হবে। তবে, রেডমির পক্ষ থেকে RedmiBook Pro 15 2023 Ryzen Edition-এর আন্তর্জাতিক উপলব্ধতা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।