বিশ্ব বাজারে ফিরছে Honor, গুগল মোবাইল পরিষেবা সহ আসছে Honor 50 সিরিজ

Huawei-এর এক সময়ের সাথী Honor, বিশ্ব বাজারে একটি নতুন স্মার্টফোন আনতে প্রস্তুতি নিচ্ছে। আসলে চীনা টেক জায়ান্টের হাত ছাড়ার পর নিজস্ব পরিচিতি তৈরি করার চেষ্টায় Honor নতুন ফোন লঞ্চ করলেও, সেগুলির লভ্যতা সংস্থার দেশীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে; তাই এবার তারা চীনের বাইরে নিজেদের সাক্ষর রাখার কথা ভাবছে। শীঘ্রই ব্র্যান্ডের Honor 50 সিরিজের অধীনে নতুন ফোন গ্লোবাল মার্কেটে পা রাখবে বলে মনে হচ্ছে। ইতিমধ্যেই Honor জানিয়েছে এই সিরিজের ফোনে স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট থাকবে। তাছাড়া সংস্থাটি আরো জানিয়েছে যে আসন্ন স্মার্টফোন সিরিজটি গুগল মোবাইল সার্ভিসেস (GMS)-এর সাথে শিপিং হবে।

অনার জার্মানি (Honor Germany)- র অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়েছে। আসলে কয়েকদিন আগেই একটি টুইটে কোম্পানি ৭৭৮জি প্রসেসর চালিত স্মার্টফোন আনার কথা জানায়, সেখানেই ইউজারের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোম্পানি নিশ্চিত করে যে, এই ফোনে গুগল মোবাইল সার্ভিস সাপোর্ট করবে। সাথে তারা আরও বলে, আসন্ন Honor 50 সিরিজের ফোনে Magic UI ইন্টারফেস থাকবে। যদিও কিছু পরে রিপ্লাইটি ডিলিট করে দেওয়া হয।

তবে যাইহোক না কেনো, Honor ফোন প্রেমীদের জন্য এই খবর যে অত্যন্ত খুশির তাতে কোনো সন্দেহ নেই। তদুপরি, সংস্থাটি গ্লোবাল মার্কেটে নতুন ফোন লঞ্চ করলে, তা Huawei-র ওপর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার পর চালু হওয়া প্রথম ফোন হবে। এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, Huawei গতবছর Zhixin নামক তথ্য প্রযুক্তি সংস্থাকে Honor-এর স্বত্ব বিক্রি করে; তারপর থেকেই একা পথ চলা শুরু করেছে Honor।

এমনকি গত বছর মালিক পরিবর্তিত হওয়ায়, ব্র্যান্ডটি ব্যবসায়ের জন্য Google এবং Qualcomm-এর সাথে আলোচনা করেছিল বলে শোনা গিয়েছিল। সেক্ষেত্রে সংস্থার সাম্প্রতিক ঘোষণা থেকে ধরে নেওয়া যায়, এই আলোচনা ইতিবাচক রূপ পেয়েছে এবং সেই কারণেই Honor তার পরবর্তী ফোনে Qualcomm-এর চিপসেট এবং Google পরিষেবা নিয়ে আসছে। আশা করা যায়, খুব শীঘ্রই এই ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য বা লঞ্চের দিনক্ষণ সামনে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন