Hero তার সবচেয়ে স্টাইলিশ স্কুটারের দাম বাড়িয়ে দিল, কিনতে কত খরচ এখন

আরো দামি হল হিরো মটোকর্পের অন্যতম জনপ্রিয় ১২৫ সিসির স্কুটার Maestro Edge 125। এমনিতেই সামগ্রিক বাজারের মূল্য বৃদ্ধির ছ্যাঁকায় জর্জরিত আমজনতা, তার উপর সেই আঁচ এসে সরাসরি পড়ছে গাড়ি ও বাইকের জগতে। যন্ত্রাংশের আমদানি মূল্য বৃদ্ধি সহ জোগান শৃঙ্খলের সমস্যায় জর্জরিত বিভিন্ন সংস্থাকে একপ্রকার বাধ্য হয়েই এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে হিরো তার এই স্কুটারটিতে মাত্র ৫০০ টাকাই বৃদ্ধির কথা জানিয়েছে।

এই মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে মায়েস্ত্রো এজ ১২৫ বাইকটির বেশ সংস্করণ অর্থাৎ ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের এক্স শোরুম মূল্য ৮২,৯৪৬ টাকা। তবে কানেক্টেড ফিচার-সহ টপ এন্ড সংস্করণের ক্ষেত্রে খরচ হবে ৯২,৯৯৬ টাকা (এক্স শোরুম)। এই দাম বৃদ্ধির সঙ্গে স্কুটারটির বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের কোন ধরনের কাটাছেঁড়া করা হয়নি। সবটাই থাকছে অপরিবর্তিত।

প্রসঙ্গত গত বছরের জুলাই মাসে হিরোর তরফে তার এই জনপ্রিয় মায়েস্ত্রো এজ ১২৫ মডেলটির স্টাইলের পরিবর্তনের পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়। তাই এর বর্তমান সংস্করণে সরু ডিজাইনের হেডলাইট সহ সামনের শার্প অ্যাপ্রন বেশ আকর্ষণীয়। এছাড়াও এলইডি প্রজেক্টর হেডলাইট, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ সংযোজনের মাধ্যমে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেম এই স্কুটারকে করে তুলেছে অনবদ্য।

হিরো মায়েস্ত্রো এজ ১২৫-এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যে নজর দিলে দেখা যাবে একে চলার শক্তি যোগায় ১২৪.৬ সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সর্বোচ্চ ৯ বিএইচপি শক্তি ও ১০.৪ এনএম টর্ক উৎপাদিত হয় এই ইঞ্জিন থেকে। অন্যদিকে স্কুটারটির সামনে ও পিছনে যথাক্রমে ১২ ইঞ্চির ও ১০ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। উন্নত সাসপেনশন সেটআপ হিসাবে সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক বিদ্যমান। ব্রেকিং এর দায়িত্ব সামলায় উভয় দিকে থাকা ড্রাম ব্রেক। তবে টপ এন্ড মডেলর সামনের চাকায় ডিস্ক ব্রেক অপশন রয়েছে। স্কুটারটির কার্ব ওয়েট ১১২ কেজি এবং তেল ধারন ক্ষমতা ৫ লিটার।