আচমকাই টিজার প্রকাশ, Lava Agni 2 5G আগামী মাসেই বাজেটের মধ্যে বাজারে আসছে

Lava Agni 2 5G হ্যান্ডসেটটি ভারতে লো-মিড রেঞ্জের অধীনে আসবে। এর দাম ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে

২০২১ সালের নভেম্বরে Lava, Agni 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এটি ছিল ভারতীয় ব্র্যান্ডটির প্রথম 5G-এনাবল হ্যান্ডসেট। আর আজ সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাইক্রোব্লগিং সাইট টুইটারে ইঙ্গিত দিয়েছেন যে, প্রায় দেড় বছর পর এই ফোনটির উত্তরসূরি বাজারে পা রাখছে। আসন্ন মডেলটি Lava Agni 2 5G নামে আসবে এবং বর্তমানে এটি বিকাশাধীন আছে। জানিয়ে রাখি Lava আলোচ্য মডেলটির পাশাপাশি Blaze 1X 5G নামের আরেকটি ফোনের উপরও কাজ করছে।

Lava Agni 2 স্মার্টফোনের ভারতে লঞ্চ আসন্ন

লাভা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রেসিডেন্ট ও বিজনেস হেড সুনীল রায়না (Sunil Raina) আজ টুইটারে আসন্ন Lava Agni 2 স্মার্টফোনকে টিজ করেছেন। সংস্থাটি হয়তো তাদের এই নয়া ৫জি ফোনকে আগামী মে মাসে লঞ্চ করার পরিকল্পনা করছে।

কারণ কয়েকদিন আগে এই ফোন সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছিল। জানা গিয়েছিল লাভা অগ্নি ২ ৫জি ৬.৫-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল সহ আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে।

প্রসঙ্গত লাভা অগ্নি ২ ৫জি স্মার্টফোনকে সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ (Geekbench)-এও খুঁজে পাওয়া গেছে। লিস্টিংটি নিশ্চিত করছে যে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ আসবে। এছাড়া মনে হচ্ছে এতে ইন-বিল্ড হিসাবে ১২৮ জিবি মেমরি পাওয়া যাবে এবং অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটও অফার করা হবে।

আরও জানা গেছে যে, Lava Agni 2 5G স্মার্টফোনের সামনে ১৬-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনে ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ক্যামেরা সেটআপ থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

এছাড়া জানা গেছে, Lava Agni 2 5G হ্যান্ডসেটটি ভারতে লো-মিড রেঞ্জের অধীনে আসবে। অর্থাৎ এর দাম ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।