ফাঁস হল Redmi Note 10 এর সমস্ত ফিচার, কিনতে চাইলে জেনে নিন

লঞ্চের দিন যত এগিয়ে আসছে ততই Redmi Note 10 সিরিজ সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই জানা গেছে আসন্ন শাওমির নতুন সিরিজে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই সিরিজে তিনটি ফোন লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে- Redmi Note 10, Note 10 Pro এবং Note 10 Pro Max। এরমধ্যে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ রেডমি নোট ১০ ফোনটির প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন আজ ফাঁস হল। এই ফোনে কোয়াড ক্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসর থাকবে।

টিপস্টার অভিষেক যাদব, আজ রিটেল বক্স সহ Redmi Note 10 ফোনের একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে দেখতে পাওয়া স্ক্রিন প্রটেক্টরের ওপর ফোনটির স্পেসিফিকেশন উল্লেখ আছে। এই ছবি অনুযায়ী, রেডমি নোট ১০ ফোনটি ১১ এনএম বেসড অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসর সহ আসবে। এই প্রসেসরের প্রথম ফোন হবে এটি।

ছবি ক্রেডিট – Avisekh Jadav

এছাড়াও জানা গেছে Redmi Note 10 ফোনে থাকবে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডট ডিসপ্লে। সাউন্ডের জন্য এতে দেওয়া হবে ডুয়েল স্পিকার। আবার ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকবে কোয়াড রিয়ার সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। অন্য তিনটি ক্যামেরার মধ্যে দুটি হবে আলট্রা ওয়াইড লেন্স ও ম্যাক্রো লেন্স। আবার এই ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসবে। এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, Manu Kumar Jain কয়েকদিন আগে জানিয়েছেন, রেডমি নোট ১০ সিরিজের ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সেক্ষেত্রে Redmi Note 10 Pro Max ফোনটিতে এই ক্যামেরা ব্যবহার করা হতে পারে। আবার এই ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসর সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন