তার ছাড়াই হবে চার্জ, হায়দরাবাদের KL ইউনিভার্সিটির পড়ুয়ারা অত্যাধুনিক ইলেকট্রিক বাইক তৈরি করলেন

পড়াশোনার ফাঁকে হায়দরাবাদের কেএল ইউনিভার্সিটির (KL University) একদল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি বা তার ছাড়াই চার্জ হবে এমন ইলেকট্রিক বাইক বানিয়ে তাক লাগিয়ে দিলেন। বাইকের উদ্ভাবনী প্রটোটোইপটি কেএল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের  ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ও চতুর্থ বছরের পড়ুয়ারা ওই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন প্রাক্তনীর সহযোগিতায় তৈরি করেছেন।

তাঁদের বানানো এই ইলেকট্রিক বাইকটি এক চার্জে সাধারণ পরিস্থিতিতে ৮৫-১০০ কিমি পথ সহজেই পাড়ি দিতে পারবে। সর্বোচ্চ ৫৫ কিমি/ঘন্টা গতিবেগে এটি চালানো যাবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৫ ঘন্টা।

লং লাস্টিং রাইডিং রেঞ্জ দেওয়ার জন্য ব্যাটারি যাতে তার সর্বশক্তি প্রয়োগ করে, তা সুনিশ্চিত করতে পড়ুয়ারা চার্জিং প্রযুক্তির সঙ্গে প্রোগ্রামেবল সেল ব্যালেন্সিং ফিচার মিলিত করেছেন। পাশাপাশি আছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। এই ধরণের ফিউচারিস্টিক ফিচার বিশ্বের খুব কম ইলেকট্রিক বাইকে দেখা যায়।

ইলেকট্রিক বাইকটির বিকাশের জন্য একটি এগজিস্টিং বাইক নিয়ে পড়ুয়ারা সেটিকে প্রোটোটাইপ মডেলে রূপান্তরিত করেছিলেন। বিএলডিসি মোটর থেকে শুরু করে কন্ট্রোলার বসানোর জন্য বাইকের ডিজাইনে বেশ কয়েকবার বদল আনা হয়েছিল।

প্রকল্পটিকে স্টার্টআপের রূপ দেওয়ার জন্য কেএল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইতিমধ্যেই ১.৪০ লক্ষ টাকা অনুদানের প্রস্তাব করেছে। প্রোটোটাইপ মডেল থেকে ইলেকট্রিক বাইকটি কবে উৎপাদনের জন্য প্রস্তুত হবে, আপাতত সেই দিকেই শিক্ষা ও প্রযুক্তি মহলের নজর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন