Redmi K60 না কিনে Poco F5 Pro নেবেন বলে ভাবছেন? এই ফিচারে ঠকবেন

Poco F5 Pro ফোনে Redmi K60-এর চেয়ে ছোট ব্যাটারি থাকবে

পোকো খুব শীঘ্রই তাদের লেটেস্ট Poco F5 সিরিজটি বাজারে লঞ্চ করছে চলেছে। এই লাইনআপে Poco F5 এবং Poco F5 Pro- এই দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সার্টিফিকেশন এবং এমআইইউআই (MIUI) কোডবেস অনুযায়ী, স্ট্যান্ডার্ড ও প্রো মডেলটি যথাক্রমে সদ্য উন্মোচিত Redmi Note 12 Turbo এবং Redmi K60-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে। তাই এগুলির স্পেসিফিকেশনও একই হওয়া উচিত। তবে, সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, Poco F5 Pro-এর ব্যাটারির ক্ষমতা Redmi K60-এর ব্যাটারির থেকে কম হবে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Poco F5 Pro-তে Redmi K60-এর চেয়ে ছোট ব্যাটারি থাকবে

শাওমিইউআই-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন পোকো এফ৫ প্রো ৫,১৬০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। এটি রেডমি কে৬০-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। তবে, রেডমির ফোনটি তুলনামূলক বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে। ব্যাটারি ক্ষমতার পার্থক্য ছাড়াও, পোকোর ফোনে কে৬০-এর মতো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না বলে অনুমান করা হচ্ছে।

তবে এই সামান্য পরিবর্তনগুলি ছাড়া, পোকো এফ৫ প্রো-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্ভবত রেডমি কে৬০-এর মতোই হবে। তাই, এতে এলপিডিডিআর৫ র‍্যাম ও ইউএফএস ৩.১ স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন ৮ প্রসেসর ব্যবহার করা হতে পারে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে৷

এছাড়া, Poco F5 Pro-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির কোয়াডএইচডি+ ডিসপ্লে ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেখা যাবে। F5 Pro ডুয়েল স্টেরিও স্পিকার, একটি আইআর (IR) ব্লাস্টার, ভিসি লিকুইড কুলিং সিস্টেম এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অফার করবে।