AI Tablet: ভারতের প্রথম এআই সক্ষম শিক্ষা উপযোগী ট্যাবলেট লঞ্চ হল

ট্যাবলেটটি লঞ্চ করার সময় এমইআইটিওয়াইয়ের সচিব এস কৃষ্ণান বলেছেন, "এটি অত্যন্ত গর্বের বিষয় যে আমরা একটি ভারত-পরিকল্পিত, ভারত-অনুপ্রাণিত ট্যাবলেট লঞ্চ করেছি যা বেশিরভাগ শিক্ষার্থীর জন্য দুর্দান্ত কাজে লাগবে

এপিক ফাউন্ডেশন (Epic Foundation) শিক্ষার জন্য প্রথম ভারতে ডিজাইন করা ট্যাবলেট লঞ্চ করল, যা এআই-সক্ষম (AI Tablet)। মিডিয়াটেক ইন্ডিয়া এবং CoRover.ai এর সহযোগিতায় ভিভিডিএন টেকনোলজিস দ্বারা ট্যাবলেটটি ডিজাইন করা হয়েছে। এই ট্যাবলেট পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি।

ট্যাবলেটটি লঞ্চ করার সময় এমইআইটিওয়াইয়ের সচিব এস কৃষ্ণান বলেছেন, “এটি অত্যন্ত গর্বের বিষয় যে আমরা একটি ভারত-পরিকল্পিত, ভারত-অনুপ্রাণিত ট্যাবলেট লঞ্চ করেছি যা বেশিরভাগ শিক্ষার্থীর জন্য দুর্দান্ত কাজে লাগবে। এটি যুবকদের ভারতে বসেই, দেশ এবং বিদেশের জন্য জিনিস তৈরির মন্ত্র গ্রহণ করতে অনুপ্রাণিত করবে।”

ইপিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ অজয় চৌধুরী জানিয়েছেন, “ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করতে আমরা এমনভাবে বিভিন্ন ডিভাইস তৈরি করতে চাই যাতে এগুলিতে ব্যবহৃত উপাদানগুলি সহজেই প্রতিস্থাপনযোগ্য এবং আপগ্রেডযোগ্য হয়।”

তিনি আরও বলেছেন “একটি নতুন ডিভাইস কেনার চেয়ে এখন সারাইয়ের খরচ বেশি। আসল প্রোডাক্টে নিম্নমানের উপাদান ব্যবহার বা সঠিক কৌশল অবলম্বন না কারার করার কারণে ক্রেতাদের ভুগতে হচ্ছে। তবে আমাদের মেরামতযোগ্য ট্যাবলেট অনন্য ফিচার সহ ক্রেতাদের প্রতিস্থাপনযোগ্য উপাদান অফার করবে।”

ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করার লক্ষ্যে, এই ট্যাবলেটটি ভারতজিপিটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সাথে এসেছে এবং ভারতের ভাষার বৈচিত্র্যকে সমর্থন করার জন্য এতে এআই / এমএল-ভিত্তিক আন্তঃভাষিক অনুবাদ (ভয়েস-টু-ভয়েস, টেক্সট -টু-টেক্সট ইত্যাদি) প্রযুক্তি রয়েছে।