উৎসবের মাঝে Smartphone থেকে জরুরি ফটো ডিলিট হয়ে গেছে? এই 3 উপায়ে করুন রিকভার

আজকালকার দিনে স্মার্টফোন মানেই প্রচুর ছবি-ভিডিওতে গ্যালারি ভর্তি! আসলে ফোনের মাধ্যমে অধিকাংশই এখন ফটোগ্রাফি করে বিভিন্ন মুহূর্ত বা জিনিসের ছবি তুলে রাখেন, তাছাড়া স্ক্রিনশট বা এই জাতীয় আরও নানা ইমেজ ফাইল তো ব্যাপকহারে সেভ থাকেই। কিন্তু অনেক সময় আমরা ভুলবশত এমন কিছু ছবি ও ভিডিও ডিলিট করে ফেলি, যেগুলি না থাকলে সমস্যা বা আফসোস হতে পারে। কিংবা ফোনের কোনো ত্রুটির কারণেও মাঝেমধ্যে তা থেকে বহু ফটো, ফাইল ডিলিট হয়ে যায়। আর, এইভাবে ফটো ডিলিট হওয়ার পরে স্বাভাবিকভাবেই সেগুলি রিকভার বা পুনরুদ্ধারের বিষয়ে চিন্তার উদ্রেক হয়। সেক্ষেত্রে আপনিও যদি উৎসবের মরসুমে এমন কোনো সমস্যায় পড়েন এবং নিজের গুরুত্বপূর্ণ ছবি পুনরুদ্ধার করতে চান, তাহলে দুশ্চিন্তার প্রয়োজন নেই। কিছু সহজ টিপস কাজে লাগিয়ে আপনি ডিলিট করে ফেলা ফটো এবং ভিডিওগুলি আরামসে রিকভার করতে পারবেন। আসুন এখন জেনে নিই সেই গোপন মন্ত্র…

এইসব পদ্ধতিতে ডিলিটেড ফটো-ভিডিও রিকভার হবে চুটকিতে

১. কাজে লাগান Google Photos: আপনি যদি ফোনে গ্যালারি অ্যাপ হিসাবে গুগল ফটোস (Google Photos) ব্যবহার করেন, তবে ডিলিট হওয়া ফটোগুলি রিকভার হবে খুব সহজেই। এমনিতে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই ডিফল্টরূপে গুগলের ফটোস অ্যাপ ইন্সটল থাকে, যাতে ছবি ব্যাকআপের একটি বিকল্পও রয়েছে। এক্ষেত্রে আপনি ব্যাকআপ থেকে ফটো ডাউনলোড করতে পারবেন, তাছাড়া অ্যাপটি ট্র্যাশ বা বিন অপশন থেকে ডিলিট করা ফটো ৬০ দিনের মধ্যে পুনরুদ্ধার করার বিকল্প দেবে।

২. ফোনের মেমরি কার্ডের বিকল্প: আজকাল খুব কম লোকই মেমরি কার্ড ব্যবহার করে, কিন্তু আপনি যদি সেইসব অল্প সংখ্যক ইউজারের মধ্যে একজন হন, তবে আপনি মেমরি কার্ড থেকে ডিলিট করা ফটোগুলি পুনরুদ্ধার করতে পারবেন। এর জন্য ফোন থেকে মেমরি কার্ডটি সরিয়ে কার্ড রিডারের সাহায্যে কম্পিউটারে ঢোকাতে হবে এবং EaseUS-এর মতো যেকোনো রিকভারি সফ্টওয়্যার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি সহজেই ডেটা কপি করতে পারবেন।

৩. অ্যান্ড্রয়েড ফোন থেকে কাজে লাগান: অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফটো রিকভারের জন্য সেরা অ্যাপ হল ডিস্কডিগার (DiskDigger)। আপনি এটি গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। আর এতে ফটোর পাশাপাশি ডিলিট করে ফেলা ভিডিওগুলিও ফেরত পাওয়া যেতে পারে। অন্য কোনো ফাইল পুনরুদ্ধার করতে চাইলে আপনাকে টাকা দিতে হবে।