SBI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য রেড অ্যালার্ট জারি সরকারের, PAN Card আপডেটের নামে চলছে প্রতারণা

বর্তমানে প্রতারকরা ফোন করে বা মেসেজের মাধ্যমে বিভিন্ন স্ক্যাম (Scam) করে থাকে। যে কারণে সাধারণ মানুষেরা প্রায়শই নানান কেলেঙ্কারির শিকার হয়ে হারিয়ে থাকেন কষ্টার্জিত অর্থ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এই ধরনের একটি ফিশিং স্ক্যাম প্রকাশ্যে এনেছে। যেখানে SBI ব্যাঙ্কের গ্রাহকদের মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে যে, প্যান কার্ড (PAN Card) আপডেট না করালে ইয়োনো অ্যাকাউন্ট (YONO Account) ব্লক হয়ে যাবে। আর এই মেসেজে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে, যা যথেষ্টই সন্দেহজনক।

  • সরকারি সতর্কতা (Government Alert)

কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট চেক বিভাগ, পিআইবি ফ্যাক্ট চেক এসবিআই অ্যাকাউন্ট হোল্ডারদের উদ্দেশ্যে একটি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে যে, এসবিআই কখনোই কল বা মেসেজের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য জানতে চায় না।

  • নিজেকে রক্ষা করুন (Protect Yourself)

যদি কোনো গ্রাহক এই ধরনের মেসেজ বা কল পান তাহলে সেগুলিকে যাওয়া উচিত। কারণ, কোনো ব্যাঙ্কিং সংস্থা কখনোই মেসেজ বা কলের মাধ্যমে কোনো গ্রাহকের কাছ থেকে ব্যক্তিগত বিবরণ জানতে চায় না। তাই স্ক্যাম এড়ানোর জন্য ইমেইল, মেসেজ বা কলের মাধ্যমে ব্যাঙ্কিং ডিটেলস শেয়ার করা থেকে বিরত থাকুন।

  • স্ক্যাম সম্পর্কে রিপোর্ট করুন (Reporting Scams)

যদি আপনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা আপনি কোনো প্রতারণার মূলক মেসেজ বা কল পেয়ে থাকেন তাহলে, অবিলম্বে report.phishing@sbi.co.in ওয়েবসাইটে রিপোর্ট করুন।

  • যেকোনো কল বা মেসেজ যাচাই করুন (Verification is Key)-

প্রতারণামূলক মেসেজ বা কল পেলে আপনি সংশ্লিষ্ট ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে এই বিষয়টি যাচাই করুন। অফিশিয়াল যোগাযোগের জন্য আপনি ব্যাঙ্কিং অ্যাপ এবং রেজিস্টার্ড ইমেলও চেক করতে পারেন।

  • সর্বদা সতর্ক থাকুন (Stay Cautious)

এই ধরনের স্ক্যামগুলি করার সময় প্রতারকেরা প্রায়শই ব্যবহারকারীদের বিভিন্ন লিঙ্কে ক্লিক করার জন্য চাপ দিয়ে থাকে। তাই, কোনো রকম তথ্য যাচাই না সন্দেহজনক লিঙ্ক ওপেন করা থেকে বিরত থাকুন।

  • কলকাতায় অনলাইন কেওয়াইসি কেলেঙ্কারি (Online KYC Scam in Kolkata)

সম্প্রতি কলকাতায় এমন একটি ঘটনা ঘটেছে যেখানে একজন ৮৩ বছর বয়সী ব্যক্তি অনলাইন কেওয়াইসি কেলেঙ্কারির শিকার হয়েছেন এবং ২.৫ লক্ষ টাকা হারিয়েছেন।