Xiaomi 11 Lite NE 5G: গ্লোবাল মার্কেটে আসছে শাওমির নয়া ফোন, দেখা গেল IMEI-এর ডেটাবেসে

গত জুনে ভারতে Mi 11 Lite-এর 4G ভ্যারিয়েন্টের লঞ্চ হওয়া নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। ফোনটির যা দাম রাখা হয়েছিল, তা বর্তমানে একটি 4G ডিভাইসের সাথে কোনওভাবেই সামঞ্জস্য নয় বলে মত প্রকাশ করেছিলেন অনেকেই। আবার ভারতের বাজার থেকে Mi 11 Lite 4G মডেলটি তুলে নেওয়া হতে পারে বলেও জল্পনা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে উঠে আসে Xiaomi 11 Lite NE নামে একটি আপকামিং 5G স্মার্টফোনের কথা। এটি ভারতে লঞ্চ হতে পারে বলে এক টিপস্টারের দাবি করেছিলেন। সম্প্রতি Xiaomi 11 Lite NE-এর ভারতীয় ভ্যারিয়েন্টকে IMEI-এর ডেটাবেসে দেখা গিয়েছিল। এখন আবার IMEI-এর ডেটাবেসে ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্টকে স্পট করা হয়েছে। ফলে Xiaomi 11 Lite NE ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শীঘ্রই লঞ্চ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

IMEI-এর ডেটাবেসে 2019119DI (ভারতীয় ভ্যারিয়েন্ট) ও 2019119DG (গ্লোবাল ভ্যারিয়েন্ট) মডেল নম্বর-সহ Xiaomi 11 Lite NE তালিকাভুক্ত হয়েছে। 2019119DG-এর IMEI লিস্টিং ইঙ্গিত করছে যে এটি Xiaomi 11 Lite 5G NE নামে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

জনপ্রিয় টিপস্টার ক্যাসপারের (Kacper) মতে, Xiaomi 11 Lite 5G NE-এর কোডনাম “lisa” এবং এতে Snapdragon 778G 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া ডিভাইসটির সম্পর্কে অন্য কোনও তথ্য পাওয়া যায়নি। তবে, স্পেসিফিকেশনের ক্ষেত্রে, এগজিস্টিং Mi 11 Lite 5G ও আসন্ন Xiaomi 11 Lite NE-এর মধ্যে  মিল থাকবে বলে ধরে নেওয়া যায়.

তাহলে Mi 11 Lite 5G-এর স্পেসিফিকেশনের উপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, কি বলেন? এই স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 780G প্রসেসর, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬৪+৮+৫ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪,২৫০ এমএএইচ ব্যাটারি, ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন