১ লাখ টাকার টিভি ৩৭ হাজারে, Flipkart Electronics Sale দিচ্ছে টিভির ওপর অবিশ্বাস্য অফার

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হল Flipkart Electronics Sale। এই সেলটি আজ অর্থাৎ ১০ই জুলাই থেকে আগামী ১৪ই জুলাই পর্যন্ত লাইভ থাকবে। এই সেলে বিভিন্ন প্রকারের গ্যাজেট এবং ডিভাইসের ওপর নজরকাড়া ডিসকাউন্ট দেওয়া হবে। তবে আজ আমরা শুধুমাত্র সেলে উপলব্ধ সেরা ডিলস যুক্ত স্মার্টটিভিগুলির প্রসঙ্গে আলোচনা করবো। আসুন Realme, Samsung, LG, iFFALCON বা Mi -এর মতো নামজাদা ব্র্যান্ডের স্মার্টটিভিগুলিকে Flipkart Electronics Sale থেকে কতটা ডিসকাউন্টের সাথে কিনে নেওয়া যাবে জেনে নেওয়া যাক।

Flipkart Electronics Sale-এ ৬৫% পর্যন্ত ছাড়ের সাথে কিনে এই স্মার্টটিভিগুলি

১. Realme 32-inch LED smart Android TV : রিয়েলমি -এর এই স্মার্টটিভিটির প্রকৃত মূল্য, ১৭,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে চলা ইলেক্ট্রনিক্স সেলের দরুন এই ৩২ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্টটিভিকে এখন ২,০০০ টাকা ছাড়ের সাথে মাত্র ১৫,৯৯৯ টাকায় কিনতে পারা যাবে। এটিতে এলইডি কোয়ালিটির ডিসপ্লে প্যানেল রয়েছে।

২. Samsung 32-inch HD Ready LED smart TV : ১৯,৯৯০ টাকা মূল্যের স্যামসাং এইচডি-রেডি এলইডি স্মার্টটিভিকে ডিসকাউন্টের সাথে এখন ১৭,৪৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। ৩২ ইঞ্চির এই মডেলটিতে এলইডি ডিসপ্লে প্যানেল এবং একাধিক শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ থাকছে।

৩. LG 43-inch LED smart TV 2020 edition : এলজি ব্র্যান্ডের এই স্মার্টটিভিটির রিটেল মূল্য, ৪০,৯৯০ টাকা। তবে সেল চলাকালীন এটিকে ফ্ল্যাট ৯,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ৩১,৯৯০ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে। এই ৪৩ ইঞ্চির ফুল-এইচডি ডিসপ্লে যুক্ত টিভিটি, webOS ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করবে।

৪. Vu Premium 50-inch Ultra HD LED Smart TV : এই স্মার্টটিভিটির এমআরপি ৬০,০০০ টাকা। কিন্তু এখন এই ৫০ ইঞ্চির 4K UHD ডিসপ্লের টিভিটিকে কেনার ক্ষেত্রে পাওয়া যাবে পুরো ২৪,০০০ টাকার ডিসকাউন্ট। ফলে ডিসকাউন্টের পর এই মডেলটির বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াবে ৩৬,৯৯৯ টাকায়। এটি, অ্যান্ড্রয়েড টিভি ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এবং এটিতে বিল্ট-ইন ক্রোমকাস্ট, গুগল প্লে স্টোর সহ নানাবিধ ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা উপভোগ করা যাবে।

৫. OnePlus U1S (50-inch) 4K LED Smart TV : ৪৯,৯৯৯ টাকা দামের এই ওয়ানপ্লাস স্মার্টটিভিটিকে সেলে ৪৬,৯৯৯ টাকায় উপলব্ধ করা হয়েছে। এই ৫০ ইঞ্চির 4K UHD ডিসপ্লে যুক্ত মডেলটি, অ্যান্ড্রয়েড টিভি ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করে।

৬. Motorola Revou 55-inch 4K LED Smart TV : স্মার্টফোনের পাশাপাশি মোটোরোলা, স্মার্টটিভিও ভারতীয় বাজারে লঞ্চ করেছে। সেক্ষেত্রে, সংস্থাটির এই স্মার্টটিভিটির রিটেল মূল্য ৪৯,৯৯৯ টাকা হলেও, সেল চলাকালীন এটিকে ৫,০০০ টাকার ছাড়ের সাথে ৪৪,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। উক্ত টিভিটিতে, একটি ৫৫ ইঞ্চির 4K UHD ডিসপ্লে দেওয়া হয়েছে।

৭. Hisense A73F 55-inch Ultra HD LED Smart Android TV : এই স্মার্টটিভিটির এমআরপি ৫৯,৯৯০ টাকা। তবে এখন এটিকে কিনতে মাত্র ৪৭,৯৯৯ টাকা খসাতে হবে। ফিচার হিসাবে এই মডেলটিতে, একটি ৫৫ ইঞ্চির 4K রেজুলেশন যুক্ত ডিসপ্লে প্যানেল, ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস টেকনোলজি সাপোর্ট সহ ১০২ ওয়াটের JBL অডিও স্পিকার সেটআপ পাওয়া যাবে।

৮. iFFALCON by TCL 55 inch Ultra HD LED Smart Android TV : TCL -এর সাব-ব্র্যান্ড iFFALCON -এর এই প্রিমিয়াম রেঞ্জের স্মার্টটিভির আসল দাম ১,০৬,৯৯০ টাকা। তবে আপনি যদি ফ্লিপকার্ট থেকে এখন এই মডেলটিকে ক্রয় করেন তাহলে, ৬৫% ডিসকাউন্টের সাথে এটিকে অবিশ্বাস্য ৩৬,৯৯৯ টাকার বিনিময়ে কিনে নেওয়া যাবে। এটিতে, হ্যান্ডসেন্স টেকনোলজি এবং ভয়েস সার্চ ফিচার বর্তমান।

৯. Mi 4X 50-inch Ultra HD LED Smart Android TV : ৪১,৯৯৯ টাকা মূল্যের ৫০ ইঞ্চির এমআই ৪এক্স 4K UHD স্মার্টটিভিটির মালিকানা পেতে গ্রাহকদের ৩৪,৪৯৯ টাকা খরচ করতে হবে। টিভিটি, অ্যান্ড্রয়েড টিভি ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং এটিকে ভয়েস রিমোট সহ নিয়ে আসা হয়েছে।

১০. Nokia 55-inch Ultra HD LED Smart TV : নোকিয়া ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি এলইডি স্মার্টটিভিটিকে ৪১,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু ফ্লিপকার্ট ইলেক্ট্রনিক্স সেলে এটিকে ৩৯,৯৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। এই টিভিটিতে, Onkyo চালিত ৪৮ ওয়াটের স্পিকার সেটআপ এবং ডলবি অডিও সাপোর্ট পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন