TVS Apache RR 200: ফাঁস নতুন অ্যাপাচি বাইকের ছবি, বাজার কাঁপাতে চব্বিশেই লঞ্চ?

রেসিং বাইকের দুনিয়ায় আকাশের ধ্রুবতারার মতো জ্বলজ্বল করে TVS Apache-এর নাম। পুজোর আগে ভারতে নতুন Apache RTR 310 লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল টিভিএস (TVS)। এবারে ভারতীয় সংস্থাটি একটি এন্ট্রি লেভেল ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক লঞ্চ করতে চলেছে বলে জল্পনা দানা বেঁধেছে। যার নাম হতে পাহে TVS Apache RR 200। ডিজাইনের নিরিখে RR 310 থেকে অনুপ্রাণিত হলেও এটি Apache RTR 200 4V-এর উপর ভিত্তি করে তৈরি হবে। বাইকটির ছবিও অনলাইনে (ডিজিটাল রেন্ডার) ফাঁস হয়ে গিয়েছে।

TVS Apache RR 200 ডিজাইন

ছবিতে TVS Apache RR 200-এর মেইন হাইলাইটস আগ্রাসী ফ্রন্ট ডিজাইন এবং নজরকাড়া গ্রাফিক্স। এটি সত্যিই লঞ্চ হলে KTM RC 200, Bajaj Pulsar RS200 এবং Hero Karizma XMR 200-এর সাথে টক্কর চালাবে। ফ্রন্ট কাউল মাউন্টেড রিয়ার ভিউ মিরর, কম্প্যাক্ট উইন্ড স্ক্রিন, লো সেট হ্যান্ডেলবার, শার্প ফেয়ারিং, স্প্লিট সিট এবং আপসোয়েপ্ট এগজস্ট লক্ষ্য করা গিয়েছে।

TVS Apache RR 200 ফিচার্স ও কালার

বিভিন্ন আকর্ষণীয় কালার অপশনে ক্রেতারা এটি বেছে নিতে পারবেন। প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে থাকতে পারে ব্লুটুথ চালিত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, লিন অ্যাঙ্গেল মোড, নেভিগেশন, কল এবং এসএমএস নোটিফিকেশন, ক্র্যাশ অ্যালার্ট সিস্টেম এবং লো ফুয়েল অ্যালার্ট।

TVS Apache RR 200 হার্ডওয়্যার ও ইঞ্জিন

TVS Apache RR 200 হার্ডওয়্যারের দিক থেকে RTR 200 4V-এর অনুরূপ হবে। এমনকি ইঞ্জিনও এক হওয়ার সম্ভাবনা। সে ক্ষেত্রে RTR 200 4V-এর ফুল ফেয়ার্ড ভার্সন ১৯৭.৭৫ সিসি, অয়েল-কুল্ড, ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিনে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ২০.৫ এইচপি ক্ষমতা এবং ১৭.২৫ এনএম টর্ক তৈরি হবে। প্রতিপক্ষদের পরাস্ত করতে ডবল ক্র্যাডেল স্প্লিট সিংক্রো স্টিফ ফ্রেম সহ ইনভার্টেড ফ্রন্ট ফর্ক থাকতে পারে।

TVS Apache RR 200 সম্ভাব্য দাম

টিভিএস তাদের আসন্ন RR 200-এর দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যে রাখবে বলেই মনে করা হচ্ছে। এটি KTM RC 200 (দাম ২.১৮ লাখ টাকা), Bajaj Pulsar RS200 (দাম ১.৭২ লাখ টাকা) এবং Hero Karizma XMR 200 (দাম ১.৮০ লাখ টাকা)-এর মতো প্রতিপক্ষদের তুলনায় সস্তা হতে পারে।