একটানা চলবে ২ দিন, ভারতে লঞ্চ হল Truke Air Buds ও Air Buds+ ইয়ারফোন

আজ ভারতে লঞ্চ হলো Truke কোম্পানির ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড সিরিজের দুটি ইয়ারফোন, Air Buds এবং Air Buds +। এই নতুন সিরিজের ইয়ারফোন দুটিতে পাওয়া যাবে স্মার্ট অ্যাপ সাপোর্ট, নয়েজ ক্যান্সলেশন ফিচার, একটি নির্দিষ্ট গেমিং মোড এবং ২০টি প্রিসেট ইকুলাইজার মোড, যা স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে পছন্দমত পরিবর্তন করা যাবে। চলুন দেখে নেওয়া যাক Truke Air Buds এবং Air Buds + ইয়ারফোন দুটির দাম ও সম্পূর্ণ ফিচার।

Truke Air Buds এবং Air Buds + ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতে ট্রুক এয়ার বাডস ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৫৯৯ টাকা এবং এটি আজ থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাবে। পাশাপাশি ট্রুক এয়ার বাডস + ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১,৬৯৯ টাকা এবং এটি অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয় ই-কমার্স সাইটেই উপলব্ধ।

Truke Air Buds এবং Air Buds + ইয়ারফোনের স্পেসিফিকেশন

ট্রুক কোম্পানির উভয় ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডে রয়েছে কুড়িটি প্রিসেট ইকুলাইজার মোড, যেগুলি স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারী নিজেদের পছন্দমতো বাড়িয়ে কমিয়ে নিয়ে গান কিংবা সাউন্ডের ফ্রিকুয়েন্সি পরিবর্তন করতে পারবেন। আবার এগুলিতে থাকছে ৪০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে ইয়ারফোন দুটির চার্জিং কেসের ব্যাটারি ক্যাপাসিটি ৩০০এমএএইচ। চার্জিং কেস ছাড়া দুটি ইয়ারফোনই ১০ ঘন্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত ৪৮ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম।

তদুপরি, Truke Air Buds এবং Air Buds + উভয় ইয়ারফোনকেই ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। আবার প্লাস মডেলে ইয়ারফোনে ব্যাটারি স্ট্যাটাস জানার জন্য একটি ছোট স্ক্রিন থাকবে।

শুধু তাই নয়, এই ইয়ারবাডগুলিতে থাকবে এআই পাওয়ার্ড নয়েজ ক্যান্সলেশন সিস্টেম দ্বারা চালিত কোয়াড এমইএমএস ( প্রত্যেক ইয়ারবাডে ডুয়াল মাইক) । এছাড়া এগুলিতে পাওয়া যাবে একটি স্বয়ংক্রিয় ইন- ইয়ার হাই প্রিসিশন কন্টাক্ট সেন্সর, যা ব্যবহারকারী কখন ইয়ারফোনটি ব্যবহার করছেন এবং কখন কান থেকে বের করে দিচ্ছেন তা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী এটি নিজে থেকেই মিউজিক প্লে অথবা পজ করবে।

অন্যদিকে, ইয়ারফোন দুটিতে রয়েছে একটি নির্দিষ্ট গেমিং মোড, যা ৫৫ এমএস আল্ট্রা লো ল্যাটেন্সি অফার করতে সক্ষম। ইয়ারফোন দুটির ডিজাইন প্রসঙ্গে বলতে গেলে, এগুলি হালকা ওজনের এবং সিকিওর ফিট এরগণমিক্যাল ডিজাইনের সাথে এসেছে। ফলে সারা দিন এটি পরে থাকলেও ব্যবহারকারী কোনো অস্বাচ্ছন্দ্যতা অনুভব করবেন না।

Truke Air Buds এবং Air Buds + ইয়ারফোন দুটির একটি মজার বৈশিষ্ট্য হল, এগুলি একটি নির্দিষ্ট কম্পানিয়ন অ্যাপ সাপোর্ট করবে, যার মাধ্যমে ইয়ার ফোন হারিয়ে গেলে তা সহজেই খুঁজে পাওয়া যাবে, গেমিং মোড পরিবর্তিত করা যাবে এবং ইকুলাইজার নিয়ন্ত্রণ করা যাবে। পরিশেষে জানিয়ে রাখি, জল থেকে সুরক্ষা দিতে উভয়ই ইয়ারবাডই আইপিএক্স৪ রেটিংসহ এসেছে।