ডুয়েল সেলফি ক্যামেরা‌র Oppo F17 Pro আকর্ষণীয় অফারের সাথে কেনার দারুন সুযোগ

নতুন স্মার্টফোন খোঁজ করছেন? বাজেট ২০,০০০ টাকার কম? ভাবছেন পুজোর সেল আসা পর্যন্ত অপেক্ষা করবেন কি না? না, তার কোনো দরকার নেই। কারণ গত বছরে লঞ্চ হওয়া Oppo F17 Pro স্মার্টফোনকে এখন নানাবিধ লোভনীয় অফারের সাথে কেনার সুযোগ দিচ্ছে ই-কমার্স সাইট Flipkart। সেক্ষেত্রে, মিড-রেঞ্জের এই ফোনের সাথে এখন ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এছাড়া ব্যাঙ্ক কার্ড অফার ও ইএমআই অপশনের অধীনেও ফোনটি কেনা যাবে। বিশেষত্বের কথা বললে, Oppo F17 Pro ফোনে ৩০ ওয়াট VOOC 4.0 চার্জিং টেকনোলজি, কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, পাঞ্চ হোল ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও পি৯৫ চিপসেট রয়েছে।

Oppo F17 Pro দাম ও অফার

ওপ্পো এফ১৭ প্রো স্মার্টফোনের দাম ১৭,৯৯০ টাকা। তবে ফোনটি ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সাথে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কেউ যদি এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যেতে সক্ষম হন, তাহলে ফোনটি মাত্র ২,৯৯০ টাকায় পকেটস্থ করে নিতে পারবেন।‌ এছাড়া মাসিক ৬২৪ টাকা কিস্তিতে (ইএমআই) ফোনটি কেনা যাবে।

শুধু তাই নয়, ওপ্পো এফ১৭ প্রো খরিদ্দারীর ক্ষেত্রে কিছু ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। যেমন, Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক অফার করা হবে। আবার, Bank of Baroda এর মাস্টার ডেবিট বা ক্রেডিট কার্ড এবং ICICI ব্যাঙ্কের মাস্টার ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে (প্রথমবার) ধার্য মূল্যের ওপর পুরো ১০% ডিসকাউন্ট দেওয়া হবে।

Oppo F17 Pro স্পেসিফিকেশন

ওপ্পো এফ১৭ প্রো ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের, এসপেক্ট রেশিও ২০:৯, স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৭%, রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৩ প্লাস প্রটেকশন সহ এসেছে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) ও ২ মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আবার পিছনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৮) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

Oppo F17 Pro ফোনে মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এটি অ্যান্ড্রয়েড ১০ বেসড কালারওএস ৭.২ (ColorOS 7.2) কাস্টম ওএস স্কিনে চলবে। হ্যান্ডসেটটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে।

এই ফোনে ৪,০১৫ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে। ফোনটি ৩০ ওয়াট ‘VOOC 4.0’ চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে পাওয়া যাবে ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য এই ৪জি স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। Oppo F17 Pro ফোনের ওজন ১৬৪ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন