Vedanta: টাটা গোষ্ঠীর পর ভারতে iPhone তৈরি করবে বেদান্ত? সম্ভাবনা প্রবল

বিগত বছরগুলিতে স্মার্টফোন কেনা-বেচার ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান মার্কেট হয়ে উঠেছে ভারত। তদুপরি, স্মার্টফোন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেও হালফিলে একদম প্রথম সারির দেশগুলির তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে আমাদের দেশ। তাই ভারতকে ভিত্তি করে এখন অনেক নামজাদা কোম্পানিই তাদের ব্যবসায়িক পরিধিকে সম্প্রসারিত করার জন্য বড়োসড়ো কর্মযজ্ঞ করার সিদ্ধান্ত নিচ্ছে। যেমন, এই সপ্তাহের শুরুতে Vedanta (বেদান্ত) এবং আইফোন (iPhone) সরবরাহকারী Foxconn (ফক্সকন) গুজরাটে একটি সেমিকন্ডাক্টর প্রকল্প স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই যৌথ উদ্যোগের দরুন Vedanta ও Foxconn বিনিয়োগ করবে ১৯.৫ বিলিয়ন ডলার (১.৫৪ ট্রিলিয়ন টাকা)। আবার সপ্তাহ ঘুরতে যে খবর সামনে এসেছে, তাতে করে মনে হচ্ছে যে এবার এই কোম্পানিটিও ভারতে আইফোনও তৈরি করবে। আসলে Vedanta-র চেয়ারম্যান অনিল আগরওয়াল (Anil Agarwal) জানিয়েছেন যে, বর্তমানে সংস্থাটি মহারাষ্ট্রে আইফোন এবং অন্যান্য টেলিভিশন সরঞ্জাম তৈরির জন্য একটি হাব স্থাপন করার পরিকল্পনা করছে।

ভারতে আইফোন তৈরি করবে Tata-ও

সম্প্রতি সিএনবিসি টিভি১৮ (CNBC TV18)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আগরওয়াল ভারতে বেদান্তের আইফোন তৈরির সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, কেবল বেদান্তই নয়, হালফিলে টাটা গ্রুপ (Tata Group)-ও ভারতে আইফোন তৈরির জন্য উইস্ট্রোন কর্প (Wistron Corp)-এর সাথে আলোচনা করেছে বলে খবর পাওয়া গিয়েছে। ব্লুমবার্গ (Bloomberg)-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বিশ্বব্যাপী আইফোনের প্রাথমিক প্রস্তুতকারক হিসেবে চীনের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই তাইওয়ানিজ় মোবাইল সাপ্লাইয়ার উইস্ট্রোনের সঙ্গে জুটি বেঁধে ভারতে আইফোন তৈরি করতে চাইছে টাটা। তবে বেদান্ত কিংবা টাটা, কোনো কোম্পানির তরফেই এ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এই প্রসঙ্গে বলে রাখি, টাটা বর্তমানে ভারতে লবণ, গাড়ি, বৈদ্যুতিক যানবাহন এবং সফ্টওয়্যারসহ বিভিন্ন পণ্য তৈরি করে। এবার সেই তালিকায় সত্যি সত্যিই আইফোন শামিল হবে কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে।

পরিকল্পনা বাস্তবায়িত হলে সর্বপ্রথম ভারতে শুরু হতে পারে iPhone 14 তৈরির কাজ

যদিও টাটা এবং বেদান্ত কবে থেকে ভারতে আইফোন উৎপাদন শুরু করবে, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি; তবে সত্যিই যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে ভারতে সংস্থাদুটি লেটেস্ট আইফোন ১৪ (iPhone 14) তৈরির কাজ শুরু করতে পারে। অন্যদিকে, ভারতে আইফোন তৈরির কর্মকাণ্ডকে আরও জোরকদমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপল (Apple) ইতিমধ্যেই ফক্সকন, উইস্ট্রোন এবং পেগাট্রন (Pegatron) – এই তিনটি সাপ্লাইয়ারের সাথে অংশীদারিত্ব করেছে। আর ইতিমধ্যেই আইফোন ১২ (iPhone 12), আইফোন ১৩ (iPhone 13), আইফোন এসই (iPhone SE), আইফোন ১১ (iPhone 11) সহ আরও কয়েকটি হ্যান্ডসেট ভারতে তৈরি হচ্ছে।

চীনের উপর নির্ভরতা কমাতেই ভারতকে আঁকড়ে ধরতে চাইছে নামজাদা কোম্পানিগুলি

বেশ কিছু প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, Apple বর্তমানে তার ভারতীয় সাপ্লাইয়ারদের সাথে বেশ জোরকদমে কাজ করছে যাতে আগামী ২-৩ মাসের মধ্যে দেশে স্থানীয়ভাবে iPhone 14 তৈরি করা যায়। আসলে বিগত বেশ কয়েক মাসে কোভিড-১৯ -এর জন্য চীনের প্রধান প্রযুক্তি কেন্দ্র সাংহাইসহ আরও অনেক শহরে লকডাউনের ফলে সাপ্লাই চেইনের ব্যাপক ক্ষতি হয়েছে। সেজন্য Apple-সহ অনেক নামজাদা টেক কোম্পানিই বর্তমানে চীনের উপর তাদের নির্ভরশীলতা কমানোর দিকে জোর দিচ্ছে এবং সেইসাথে নিজেদের ব্যবসায়িক কার্যকলাপকে অন্যান্য দেশে সম্প্রসারিত করার কথা চিন্তাভাবনা করছে। এই একই কারণে সম্প্রতি Google (গুগল) ভারতে তাদের ফ্ল্যাগশিপ Pixel (পিক্সেল) স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। তবে সবমিলিয়ে ভারতের মুকুটেও একের পর এক নতুন পালক যুক্ত হয়ে চলেছে!