Oppo Reno 7 Z সুন্দর ডিজাইন ও নজরকাড়া রঙে আসছে, মার্চে লঞ্চ হতে পারে, ছবি ফাঁস

চীনা স্মার্টফোন সংস্থা ওপ্পো সম্প্রতি ভারতের বাজারে তাদের নতুন Oppo Reno 7 5G সিরিজটি লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে OPPO Reno 7 5G এবং OPPO Reno 7 Pro 5G বলে দু’টি মডেল এসেছে। আবার গুঞ্জন শোনা যাচ্ছে সংস্থাটি এই সিরিজের আরেকটি নতুন ফোনের ওপর কাজ করছে৷ যা Oppo Reno 7 Z 5G নামে বাজারে শীঘ্রই লঞ্চ হতে পারে। এখন এক টিপস্টার অনলাইনে এই স্মার্টফোনটির অফিসিয়াল রেন্ডারটি প্রকাশ করেছেন, যার মাধ্যমে আসন্ন Oppo Reno 7 Z 5G ফোনটির ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ফাঁস হওয়া রেন্ডারটি থেকে Reno 7 সিরিজের এই মডেলটির সম্পর্কে ঠিক কি কি তথ্য উঠে এসেছে।

ফাঁস হল Oppo Reno 7 Z 5G- এর অফিশিয়াল ডিজাইন

দ্যলিক্স৩ নামে এক টুইটার ইউজার ওপ্পো রেনো ৭ জেড ৫জি ফোনটির রেন্ডারগুলি সামনে এসেছে। ছবিগুলিতে আসন্ন স্মার্টফোনের ডিজাইনটি সমস্ত দিক থেকে প্রদর্শিত হয়েছে। রেন্ডার অনুযায়ী, এই হ্যান্ডসেটটির স্থূলতা অপেক্ষাকৃত কম হবে এবং এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা সেটআপের মধ্যে দুটি বড় সেন্সর এবং এর মধ্যবর্তীস্থানে একটি ছোট সেন্সর অবস্থান করবে। আবার ফোনের সামনে ডিসপ্লের পাঞ্চ হোল কাট-আউটের মধ্যে সেলফি ক্যামেরাটি দেখতে পাওয়া যাবে। এছাড়া রেন্ডারগুলিও প্রকাশ করে যে, ওপ্পো রেনো ৭ জেড ৫জি ফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে বাজারে লঞ্চ হবে।

উল্লেখযোগ্যভাবে, এই রেন্ডারগুলি দেখে Oppo Reno 7 Z- এর সাথে গত মাসে লঞ্চ হওয়া OPPO A96 5G ফোনটির সাদৃশ্য লক্ষ্য করা গেছে। তবে এই ফোনটির পিছনে তিনটির পরিবর্তে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে এবং এতে একটি এলইডি রিং লাইট রয়েছে যা ক্যামেরা সেটআপের দুটি সেন্সরকে ঘিরে অবস্থান করে৷ সদ্য লঞ্চ হওয়া Reno 7 Pro মডেলেও এই রিং লাইট ফিচারটি রয়েছে, তাই আশা করা যায় Oppo Reno 7 Z ফোনেও ক্যামেরার সেন্সর এর চারপাশে এলইডি রিং লাইট উপস্থিত থাকতে পারে।

প্রসঙ্গত, অফিসিয়াল রেন্ডারগুলি ভাগ করা ছাড়া, টিপস্টার স্মার্টফোনটি সম্পর্কিত অন্য কোনও তথ্য প্রকাশ করেননি। যদিও শোনা যাচ্ছে যে, এই ফোনের মডেল নম্বর হল CPH2343 এবং এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে। সম্ভবত এই চিপসেটটি হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০+ (Snapdragon 480+)। এছাড়া, মডেলটি ৮ জিবি র‍্যাম এবং অ্যানড্রয়েড ১১ সহ আসবে। জানা গেছে Oppo Reno 7 Z 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ওপ্পো ফোনটির লঞ্চের তারিখ এখনও অজানা থাকলেও, আরেক টিপস্টার দাবি করেছেন, স্মার্টফোনটি ভিয়েতনামের বাজারে Oppo Reno7 বেস মডেলের সাথে এবছর মার্চ মাসে লঞ্চ হবে।