Poco F4 5G দমদার পারফরম্যান্স অফার করতে Snapdragon 870 প্রসেসরের সাথে আসছে

সম্প্রতি পোকোর ভারতীয় শাখার তরফে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। যেমন, কোম্পানির নতুন প্রধান হিসেবে হিমাংশু ট্যান্ডনের যোগদানের বিষয়টি সামনে এসেছে, তেমনই এর পাশাপাশি জানা গেছে যে ভারত সহ গ্লোবাল মার্কেটে Poco F সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসেবে Poco F4 5G মডেলটি শীঘ্রই লঞ্চ করা হবে। গতকালই, এক জনপ্রিয় টিপস্টার এই ডিভাইসটির লাইভ ইমেজগুলি ফাঁস করেন, যার মাধ্যমে এর ব্যাক প্যানেলের সম্পূর্ণ ডিজাইনটি জনসমক্ষে এসেছে। এখন আবার পোকোর তরফে আনুষ্ঠানিকভাবে Poco F4 5G ফোনে ব্যবহৃত চিপসেটটির নাম প্রকাশ করা হয়েছে।

প্রকাশ্যে এল Poco F4 5G-এর চিপসেট

পোকো ইন্ডিয়া (Poco India)-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে জানানো হয়েছে যে, আসন্ন পোকো এফ৪ ৫জি-তে উৎকৃষ্ট পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটটি থাকবে। ব্র্যান্ড এই চিপটিকে ‘সবচেয়ে অপ্টিমাইজড প্রসেসর’ আক্ষ্যা দিয়েছে এবং এটি একেবারেই যথার্থ।

জানিয়ে রাখি, এই প্রসেসরটি গত বছর লঞ্চ হওয়া পূর্বসূরি পোকো এফ৩ ৫জি-তেও ব্যবহার করা হয়েছিল, যেটি ভারতে লঞ্চ হওয়া এমআই ১১এক্স ৫জি এবং চীনের রেডমি কে৪০-এর রিব্র্যান্ডেড সংস্করণ। চিপসেটটি অন্যান্য জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেমন-আইকো নিও ৬ (ভারত), আইকো ৭ (ভারত), রিয়েলমি জিটি নিও ৩টি এবং রিয়েলমি জিটি নিও ২-এও রয়েছে৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই সাম্প্রতিক একটি রিপোর্টের মাধ্যমে চিপসেট ছাড়াও, Poco F4 5G-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলিও সামনে এসেছে। বলা হচ্ছে এই পোকো ফোনটি Redmi K40S-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে। অতএব, Poco F4 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করবে। Poco F4 5G অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

আবার ফটোগ্রাফির জন্য, Poco F4 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে Redmi K40S-এর ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পরিবর্তে, ওআইএস (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। তবে, প্রাইমারি ক্যামেরার সাথে একই ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার উপস্থিত থাকবে। ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F4 5G-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এছাড়া, এতে ডুয়েল স্টেরিও স্পিকার, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি আইআর (IR) ব্লাস্টার মিলবে।