সুখবর, নির্বাচিত Pixel ডিভাইসে এল নতুন Android 12L বিটা আপডেট

গত অক্টোবরের শেষে বড় স্ক্রিনের ডিভাইসের জন্য Android 12L (অ্যান্ড্রয়েড ১২এল) নামের একটি আলাদা তথা নতুন সফ্টওয়্যারের ঘোষণা করে Google। সেক্ষেত্রে এই ঘোষণার এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর, এখন এই ওএসের বিটা ভার্সন Pixel ডিভাইসগুলিতে উপলব্ধ হল। উল্লেখ্য, Android 12L আপডেটটি মূলত ট্যাবলেট, ফোল্ডেবল ফোন এবং অন্যান্য বড় ডিসপ্লেযুক্ত ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ক্রোমবুক (Chromebooks)-এর মত বড় স্ক্রিনেও অ্যান্ড্রয়েড অ্যাপগুলি যাতে ভালো ভাবে কাজ করে তার জন্য এই নতুন ওএস-এর আগমন। লভ্যতার কথা বললে, Pixel 3a (পিক্সেল ৩এ) এবং সংস্থার নতুন মডেলের ইউজাররা এখন তাদের স্মার্টফোনেই নতুন Android 12L-এর বিটা ভার্সন ব্যবহার করে দেখতে সক্ষম হবেন। আগামী দিনে Lenovo Tab P12 Pro ডিভাইসেও এটি উপলব্ধ হবে।

Android 12 বিটা ভার্সন রেজিস্টাররা পাবেন Android 12L-এর অ্যাক্সেস

গুগল জানিয়েছে, যে সমস্ত ব্যক্তিরা আগে অ্যান্ড্রয়েড ১২-র বিটা প্রোগ্রামে রেজিস্ট্রেশন করেছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবেই অ্যান্ড্রয়েড ১২এল আপডেট পাবেন। এছাড়া যেসব ডেভেলপাররা তাদের কম্পিউটারে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করেছেন তারাও এই আপডেট উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড এমুলেটরে আপডেটটি ইনস্টল করা এটি পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায় হবে বলে গুগলের মত।

এই প্রসঙ্গে বলে রাখি, অ্যান্ড্রয়েড ১২এল দ্বারা বড় স্ক্রিনের ডিভাইসের জন্য গুগল প্রথমবার কোনো পৃথক পদক্ষেপ নিল, এমন নয়। এর আগে ট্যাবলেট-কেন্দ্রিক অ্যান্ড্রয়েড হানিকোম্ব (Android Honeycomb) আসার পর থেকে গুগল বড় স্ক্রিনের জন্য অ্যাপগুলিকে অপ্টিমাইজ করতে সচেষ্ট হয়েছে। এর ফলে অ্যাপ স্ক্রিন, অ্যাপ কার্ডের সাইজে তো পরিবর্তন এসেছেই, পাশাপাশি নোটিফিকেশনের অবস্থানে কিছু বদল, কুইক টগল, ব্রাইটনেস কন্ট্রোল, আপডেটটি শর্টকাট ইত্যাদি অপশন ডিভাইসে যুক্ত হয়েছে। আবার জানা গিয়েছে যে, ১২এল আপডেটে ইউজাররা Windows 11 বা macOS-এর সাথে সাদৃশ্যপূর্ণ একটি নতুন টাস্কবার এবং ফিচার দেখতে পাবেন।

Google এনেছে নতুন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা API

ডেভেলপারদের অ্যাপগুলি যাতে বড় ডিসপ্লেতে আরও ভালভাবে বা অ্যাডজাস্টমেন্টের সাথে কাজ করতে পারে সেজন্য গুগল সম্প্রতি নতুন জেটপ্যাক অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) যুক্ত করেছে। সেক্ষেত্রে গুগল প্লে স্টোরের মতো অ্যাপগুলি আগামী দিনগুলিতে রিডিজাইনিং আপগ্রেড পেতে পারে। এদিকে অ্যান্ড্রয়েড ১২এল ওএসের স্টেবল ভার্সনটি ২০২২ সালের
মার্চ মাস নাগাদ নির্দিষ্ট ডিভাইসগুলিতে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।