বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে 1000 কোটি টাকা লগ্নির পরিকল্পনা ভারতীয় সংস্থার

হালে অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধিতে জোর দিচ্ছে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ হ্রাস করাই এর একমাত্র লক্ষ্য। এবারে সে পথে ব্রতী হয়েছে গ্রীন গ্রোথ ইকুইটি ফান্ড বা জিজিইএফ (GGEF)-এর অধীনস্থ সংস্থা এভারএনভায়রো রিসোর্স ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড (EverEnviro)। ভারতে একসাথে তারা ১৪টি কমপ্রেসড বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার করছে। এর জন্য ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে তারা।

বিভিন্ন বর্জ্য অথবা বায়োমাস থেকে তৈরি কমপ্রেসড বায়োগ্যাস বা সিবিজি (CBG) হচ্ছে এক প্রকার পরিবেশবান্ধব জ্বালানি। কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি (CNG)-র সমধর্মী সিবিজি অটোমোটিভ, শিল্পে এবং বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের উপযোগী। এই প্রসঙ্গে এভারএনভায়রো-র ম্যানেজিং ডিরেক্টর পারভেজ উমরিগার বলেন, “২০২৩-এর মধ্যে আমরা ১০টি বায়ো গ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারব বলে আশা করছি। কিন্তু বর্তমানে আমাদের কাজ চলা প্রকল্পের সংখ্যা এর চেয়ে আরও বেশি।”

উমরিগার আরও জানান, বর্তমানে তাদের সংস্থা মিউনিসিপাল, কৃষিজাত এবং কৃষিজ শিল্প থেকে উৎপন্ন বর্জ্য নিয়ে কাজ করছে। তবে সব প্রকল্প সম্পূর্ণ করতে কত টাকা বিনিয়োগের প্রয়োজন, সে সম্পর্কে মন্তব্য করতে নারাছ নারাজ উমরিগার। তিনি কেবল জানিয়েছেন, বর্তমানে তাদের চলতি প্রকল্পের তুলনায় এর জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন।

প্রসঙ্গত, বর্তমানে ভারতে প্রায় ২৫টি সিবিজি প্রোডাকশন প্ল্যান্টের উপর কাজ চলছে। ভারতীয় সংস্থাগুলির বক্তব্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ২ বিলিয়ন ডলার ( প্রায় ১৫,৯৬৬ কোটি টাকা) লগ্নি আসবে। আবার চলতি মাসের শুরুতে আদানি গোষ্ঠী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড উত্তরপ্রদেশ এবং গুজরাতে বার্ষিক ৪০০ কোটি টন ক্ষমতার বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর জন্য ৫০০-৬০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে।